নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

উন্নয়নের রূপকার আমাদের প্রধানমন্ত্রী

২৭ শে মে, ২০১৬ বিকাল ৩:৫২

জিডিপির প্রবৃদ্ধি ও আর্থসামাজিক সূচকে ‘উন্নয়ন বিস্ময়’ হিসেবে উত্থান ঘটেছে বাংলাদেশের। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর, এমনকি আশির দশকেও স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে টিকে থাকতে পারবে কি না তা নিয়ে অনেক পর্যবেক্ষক সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু তাদের সন্দেহ ভুল প্রমাণ হয়েছে। এটি সম্ভব হয়েছে দেশের মানুষের ঐকান্তিকতা , সাহসী পদক্ষেপ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব। আমাদের প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে বেড়েছে, যা আমাদের পৌঁছে দিয়েছে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার সরণিতে। ২০০৫-০৬ অর্থবছরে আমাদের মাথাপিছু আয় ছিল মাত্র ৫৪৩ ডলার। চলতি বছরের মার্চে তা বেড়ে এক হাজার ৪৬৬ ডলারে দাঁড়িয়েছে। সাত বছর ধরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধির হার ৬.৩ শতাংশ। চলতি বছর এটি বেড়ে ৭.৫ শতাংশ হবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে; যা ২০০৫-২০০৬ সালে ছিল তিন বিলিয়ন ডলার। দারিদ্র্যসীমা ১৯৯০ সালে ছিল ৫৬ শতাংশ; ২০১৫ সালে ২২.৪ শতাংশে নেমে এসেছে। আমাদের উন্নয়ন পরিকল্পনা দেশের অভ্যন্তরীণ সম্পদ প্রণীত। দেশে বিদেশি বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশও রয়েছে। আমাদের বিনিয়োগব্যবস্থা এ অঞ্চলের সবচেয়ে উদার ব্যবস্থার একটি। আমাদের বিনিয়োগবান্ধব নীতি বিদেশি বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে। ফলে দেশে গতিশীল উন্নয়ন হচ্ছে, পাশাপাশি বেসরকারি খাত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) ঝুঁকি একেবারেই কম। আমরা শতভাগ বিদেশি বিনিয়োগের অনুমতি দেই, যেখানে অবাধ প্রস্থান নীতি, লভ্যাংশ সহজে দেশে পাঠানো, বিদেশি বিনিয়োগের নিরাপত্তা ও স্থিতিশীল জ্বালানির মূল্যের নিশ্চয়তা রয়েছে। বাংলাদেশ ধর্মীয় ও সাংস্কৃতিক সহিষ্ণুতার দেশ। বর্তমান সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ইস্যুতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং সফলভাবে চরমপন্থা ও জঙ্গিবাদের উত্থান মোকাবিলা করছে।গণমুখী উন্নয়ন মডেলের মাধ্যমে সরকার জনগণকে বোঝা নয়, সম্পদে পরিণত করেছে। আজ আমাদের দেশের প্রবৃদ্ধিতে ১৫ থেকে ৬৪ বছর বয়সী ১০ কোটি পাঁচ লাখ মানুষ (মোট জনসংখ্যার ৬৫.৬২ শতাংশ) সরাসরি অবদান রাখছে।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:০১

মার্কোপলো বলেছেন:



রূপকথা

২| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:০৩

ডঃ এম এ আলী বলেছেন: অনেক আশা জাগানিয়া কথা । ধন্যবাদ

৩| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:৩৬

নতুন বলেছেন: পোস্ট করেছি: ২৯৭টি
মন্তব্য করেছি: ০টি
মন্তব্য পেয়েছি: ১৯৯টি
ব্লগ লিখেছি: ১ বছর ৬ মাস


আপনার মতন ব্লগার নিয়োগ দিলে সরকার কিভাবে ভাল হইলো? আপনি ৩০০ পোস্ট করেছেন ২০০ মন্তব্য করেছে ব্লগারা এবং আপনি একটাও উত্তর দেন নাই...

যে ব্লগিং করতে পারে না তাকে যদি ব্লগিংএ পয়সা খরচা করে তবে সেটা সরকারের অদক্ষতাই বটে...

৪| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:৪০

মার্কোপলো বলেছেন:


"নতুন বলেছেন:

যে ব্লগিং করতে পারে না তাকে যদি ব্লগিংএ পয়সা খরচা করে তবে সেটা সরকারের অদক্ষতাই বটে... "

-বেকুব পালনও সরকারের দায়িত্ব

৫| ২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১১

পুলক ঢালী বলেছেন: মাথাপিছু আয়ের ব্যাপারটা আমি বুঝিনা একজন ১লক্ষ ডলার আয় করলো আরেকজন ১ ডলার আয় করলো তাহলে মাথাপিছু আয় কি ৫০হাজার ৫০ সেন্ট হলো? যে ১ ডলার আয় করলো তার জীবনযাত্রার মান কি ৫০০০০.৫০ ডলারে উন্নীত হলো ? যতসব আমদানী করা বোগাস হিসাব বলে মনে হয়। আর না হলে আমি বোকা তাই বুঝিনা।

৬| ২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

কলাবাগান১ বলেছেন: জি ৮ এর মিটিং এ আমন্ত্রন পাওয়ার মর্ম অনেকেই বুঝছেন না

৭| ২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

গেম চেঞ্জার বলেছেন: কংগ্রাচুলেশনস!! আমরা উন্নত দেশে পরিণত হচ্ছি দিন দিন।

৮| ২৭ শে মে, ২০১৬ রাত ৮:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: সব উন্নয়নই ভেস্তে যাবে যদি না সুশাসন নিশ্চিত করা যায় ।

৯| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:৪৯

কলাবাগান১ বলেছেন: This image takes Bangladesh to a new height

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.