![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের শান্তিরক্ষীদের দৃষ্টান্তমূলক সেবা, কঠোর পরিশ্রম, আত্মত্যাগ, নিঃস্বার্থ মনোভাব ও সাহসিকতা বিশ্ব দরবারে বাংলাদেশকে শুধু পরিচয়ই করায়নি, বরং দেশের ভাবমূর্তিকেও অনেক উজ্জ্বল করেছে। এ ধারাকে অব্যাহত রেখে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনীর সকলস্তরের সদস্যগণ তাঁদের দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে সারাবিশ্বের শান্তিরক্ষায় সর্বদা কার্যকর ভূমিকা রাখবেন। সরকারের পক্ষ থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ সশস্ত্রবাহিনী ও পুলিশের সদস্যগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে । সেই সঙ্গে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে সে সব অকুতোভয় বীর সেনানীদের যাঁরা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করতে গিয়ে শহিদ হয়েছেন। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে । ’ জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে সৈন্য প্রেরণের ক্ষেত্রে বাংলাদেশ বর্তমানে অন্যতম শীর্ষ স্থানীয় দেশ। শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশের সশস্ত্রবাহিনী ও পুলিশের সদস্যগণ বিপদসঙ্কুল এবং সংঘাতপূর্ণ এলাকায় নিয়োজিত থাকেন। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রতি সরকারের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করা সহ ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০১৬’ এর সার্বিক সাফল্য কামনা করছি আমরা সবাই।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
ছয় শব্দের অস্তিত্ব বলেছেন: এটা পোস্ট না পোস্ট নামক অজুহাত?