![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা শহরের যোগাযোগ ব্যবস্থা কীভাবে আরো উন্নত ও সহজ করা যায়, সেই লক্ষ্যে কাজ করছে সরকার। ঢাকার যানজট নিরসন ও আধুনিক নগর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে সরকার দুটি প্রকল্প হাতে নিয়েছে। যাত্রীদের অল্প সময়ে উত্তরা থেকে মতিঝিলে পৌঁছে দেওয়ার স্বপ্ন নিয়ে বহুল প্রত্যাশিত দেশের প্রথম মেট্রোরেল কর্মযজ্ঞের উদ্বোধন করেছে সরকার। তাছাড়া সরকার গাজীপুর থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত বাস র্যা পিড ট্রানজিটের (বিআরটি) জন্য গাজীপুরে বাস ডিপো নির্মাণ কাজেরও উদ্বোধন করেছে।এতে দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হতে চলেছে। ২০১৯ সালের মধ্যে তৈরি হওয়া প্রকল্পটি সাধারণ মানুষের জন্য ঢাকার বিভিন্ন এলাকায় যাতায়াতকে আরো সহজ করবে।সরকার প্রকল্পটি দ্রুততার সঙ্গে সম্পন্ন করে দেশের জনগণকে আরো সুন্দরভাবে চলাচলের সুযোগ করে দিতে সক্ষম হবে। এতে প্রতিঘন্টায় উভয় দিকে ৬০ হাজার যাত্রী পরিবহন করবে এবং উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত মাত্র ৩৮ মিনিটেই পৌঁছাতে পারবে। আর এটিই হবে সরকারের একটি টেকসই উন্নয়ন যা সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থাকে আরও উন্নত করবে।
©somewhere in net ltd.