নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

কেন এই হত্যাযজ্ঞ!

০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৬


দেশের মানুষ যখন শান্তিতে বসবাস করছে তখন একটা কুচক্রী মহল দেশের ভাবমূর্তি বিদেশের কাছে বিনষ্ট করতে উঠে পড়ে লেগেছে। গত শুক্রবার রাতে রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশানের একটি রেস্তোরাঁয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে পুলিশের দুজন কর্মকর্তা সহ রেস্তোরাঁর ভেতরে থাকা দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে তাদেরকে হত্যা করে। এই বিদেশীদের বেশিরভাগই ছিলেন ব্যবসায়ী। ব্যবসা সংক্রান্ত কাজে তারা বাংলাদেশে এসেছিলেন। দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে হলে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারলেই তাদের এই হীনস্বার্থ চরিতার্থ হবে। আর সেই উদ্দেশ্যেই তাদের এই কু পরিকল্পনা। কিন্তু তারা কি একটুও চিন্তা করল না যে, তারা কোন দেশের অর্থনৈতিক ক্ষতি করছে। বিদেশীরা যদি শান্তি মত ব্যবসা না করতে পারে তাহলে তারা তো আর এদেশে আসবেনা ব্যবসা করতে। তাহলে আমাদের দেশ কি অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতি গ্রস্থ হবে না? কুচক্রী মহলের চিন্তাধারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে দেশকে পঙ্গু বানানো, দেশের অর্থনীতিকে ধ্বংস করা। কিন্তু দেশের নিরাপত্তা বাহিনীসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা অটুট মনোবল ও জীবনের ঝুঁকি নিয়ে এই রক্তাক্ত জিম্মি ঘটনাকে মোকাবিলা করেছেন, ধ্বংস করে দিয়েছেন তাদের সব পরিকল্পনা। কুচক্রী মহল আর যেন এই ধরণের দুর্ঘটনা ঘটাতে না পারে সে জন্য সবার ঐক্য মত হওয়া উচিত।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০৩

রাশেদ রাহাত বলেছেন: একখানা লুল পোস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.