![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তরাষ্ট্রের আর্মি কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কলেজে প্রথম বাংলাদেশী নারী কর্মকর্তা হিসেবে যোগ দিচ্ছেন মেজর সানজিদা হোসাইন। কানসাসের ফোর্ট লিভেনওর্থে এক বছর মেয়াদী ওই কোর্সটিতে প্রতিশ্রুতিশীল কর্মকর্তাদের যুদ্ধকালীন এবং শান্তিকালীন সময়ে কৌশলগত নিরাপত্তা পরিবেশে দায়িত্ব পালনের বিষয়ে সম্পর্কে প্রশিক্ষণ গ্রহন করবে বাংলাদেশের প্রথম এই নারী মেজর। এটা শুধু সেনাবাহিনীর গৌরব নয়, এটা বাংলাদেশেরও একটা বড় পাওয়া।
২| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৯
ভীতু সিংহ বলেছেন: মহিলাদের নাকি হিজাব করা বাধ্যতামূলক? এই হল তার নমুনা। তেনারা তো দেশ জাতির নিরাপত্তা দেন। কিন্তু তনু ট্র্যাজেডির পর প্রশ্ন জাগে উনারা নিজে নিরাপদ তো সেনানিবাস নামক জঙ্গলগুলোতে???
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৩
ঢাকাবাসী বলেছেন: তাকে অভিনন্দন।