নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

পরিচয় গোপন করে জঙ্গিদের তথ্য দিন ‘হ্যালো সিটি’ অ্যাপসে

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৬

জঙ্গি, উগ্রবাদী, বিস্ফোরক, অস্ত্র ও আন্তঃদেশীয় অপরাধের তথ্য জানাতে ‘হ্যালো সিটি’ নামের নতুন অ্যাপস চালু করছে বাংলাদেশ পুলিশ। দেশের যে কোনো নাগরিক নিজের পরিচয় গোপন রেখেই পুলিশকে তথ্য দিতে পারবেন এ অ্যাপসটির মাধ্যমে। দেশের ১৭ কোটি মানুষ পরিচয় গোপন রেখেই এ অ্যাপসের মাধ্যমে পুলিশকে চার ক্যাটাগরিতে তথ্য জানাতে পারবেন। তাছাড়া হ্যালো সিটি নামের এ অ্যাপসটির মাধ্যমে যে কেউই দেশ বা বিদেশ থেকে অপরাধের তথ্য জানাতে পারবেন। পরিচয় বা মোবাইল নম্বর উল্লেখ না করেই তথ্য জানানো যাবে। হ্যালো সিটি অ্যাপসটির প্রথমেই রয়েছে জঙ্গি ও উগ্রবাদ ক্যাটাগরি। এরপরই রয়েছে বিস্ফোরক। তারপর রয়েছে অস্ত্র। আর সবশেষে রয়েছে আন্তঃদেশীয় অপরাধ। ব্যবহারকারী এর যে কোনোটিতেই প্রবেশ করে অপরাধের তথ্য দিতে পারবেন। ভোগান্তির কথা বিবেচনা করে অনেক অপরাধ দেখেও না দেখার ভান করেন সাধারণ মানুষ। কারণ, পুলিশ বা আইনশৃঙ্খলাবাহিনীকে অপরাধের তথ্য দিলে পরবর্তীতে তাদের নানা ধরনের ভোগান্তির সম্মুখীন হতে হয়। এসব ভোগান্তি দূর করতেই প্রকাশ করা হয়েছে অত্যাধুনিক ‘হ্যালো সিটি’।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.