![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরাপত্তার সঙ্গে যাতায়াতের একটি সর্ম্পক রয়েছে। রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশান-বারিধারা-বনানীতে নিরাপত্তা ব্যবস্থাকে মাথায় রেখে যোগাযোগ ব্যবস্থায় যোগ হচ্ছে নতুন মাত্রা। এই এলাকার দুটি রুটে নতুন কিছু এসি বাস চালুর পাশাপাশি ওই এলাকার জন্য বিশেষ রঙের রিকশা চালু করা হচ্ছে। হলি আর্টিজান বেকারী এন্ড রেস্টুরেন্টে জঙ্গি হামলার পর গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন এলাকায় অবস্থিত বিভিন্ন দেশের দুতাবাস, বিদেশী ও বিশিষ্ট নাগরিকদের নিরাপত্তা জোরদার করতে এই নতুন উদ্যোগ। গুলশান ১ এর পুলিশ প্লাজা থেকে একটি বাস চলবে গুলশান ২ পর্যন্ত। অন্যটি কাকলি বাস স্ট্যান্ড থেকে আমেরিকান অ্যাম্বাসি পর্যন্ত। ভাড়া হবে ১৫ টাকা। পাশাপাশি এই চারটি এলাকায় বিশেষ রঙের ৫শ’ রিকশা চালু করা হচ্ছে। শুধু কূটনৈতিক এলাকায় চলাচল করা এসব রিক্সা চালকদের নিরাপত্তার বিষয়ে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে।নতুন পরিবহন ব্যবস্থা কূটনৈতিক এলাকায় বসবাসকারীদের নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি যানজট নিরসন ও নগরবাসীর চলাচল স্বাচ্ছন্দ্যময় করবে বলে মনে করেন কূটনৈতিক এলাকায় বাসিন্দারা।
©somewhere in net ltd.