নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

দক্ষ জনশক্তি গড়ে তুলতে তরুণদের বিশেষ প্রশিক্ষণ

১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৭

গেম ও অ্যাপ তৈরিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে ‘স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশন’ শীর্ষক ২৮২ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। বিভাগীয় পর্যায়ে ৭টি মোবাইল অ্যাপস ও গেম ডেভেলপমেন্ট একাডেমি এবং ৩০টি জেলায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল অ্যাপ ও গেম ল্যাব, অ্যাপ টেস্টিং ল্যাব এবং ট্রেনিং পয়েন্ট স্থাপন করা হবে। এর পাশাপাশি অনলাইন কোয়ালিটি অ্যাসুরেন্স পরীক্ষণ ও বাছাইকরণ, স্টার্টআপ, ভেঞ্চার সংশ্লিষ্ট উদ্যোগ ও কার্যক্রমে সহায়তা করা হবে এই প্রকল্প থেকে। সব মিলিয়ে এই প্রকল্পের মাধ্যমে ৮ হাজার ৭৫০ জন পূর্ণাঙ্গ অ্যাপ ডেভেলপার এবং দুই হাজার ৮০০ জন গেমিং অ্যানিমেটর তৈরি করা হবে। বাংলাদেশিদের মেধার কোনো ঘাটতি নেই। শুধু দরকার ছিল সরকারের সহযোগিতা এবং নেতৃত্ব। এরই অংশ হিসেবে গেমিং খাতে বাংলাদেশের অবস্থান নিশ্চিত করতে এই প্রকল্পটির অনুমোদন দিয়েছে সরকার। ২০২১ সাল নাগাদ তথ্যপ্রযুক্তি খাত থেকে যে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেখানে মোবাইল গেম এবং অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:



ডিজিটাল ডাকাতি? গেম তৈরি করা পান্তাভাত, চোরের দল?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.