![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন রুটে বাস চলাচল শুরুর উদ্দেশ্যে খুলনা-কলকাতা রুটে পরীক্ষামূলকভাবে বাস চলাচল শুরু হয়েছে। ২০১৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে এই রুটে আনুষ্ঠানিকভাবে বাস চলাচল শুরু হবে। এই লক্ষে কলকাতা থেকে একটি বাস মঙ্গলবার রাতে খুলনা সার্কিট হাউসে পৌঁছেছে। এই বাসে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বাস অপারেটর সংস্থার প্রতিনিধিসহ ১২ জন খুলনায় আসেন। এই বাসে কলকাতা থেকে খুলনার ভাড়া হবে ৮০০ রুপি এবং খুলনা থেকে কলকাতার ভাড়া ১ হাজার টাকা। শুধুমাত্র রবিবার ছাড়া এই বাস সপ্তাহের প্রতিদিন চলবে। কলকাতা থেকে ছেড়ে আসবে বেলা ১১টায় এবং খুলনা থেকে ছেড়ে যাবে সকাল ১০টায়। খুলনায় এ বাস চালাবে শ্যামলী পরিবহন এবং কলকাতায় চালাবে পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগম লিমিটেড। এ রুটে বাস চালু হলে খুলনা ও মংলায় ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটবে এবং দুই দেশের যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র প্রসারিত হওয়ার পাশাপাশি পণ্য আনা-নেওয়া সহজ হবে।
©somewhere in net ltd.