নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

নাগরিক সুবিধা ও সেবা নিশ্চিত করতে আসছে স্মার্টকার্ড

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৪


আগামী দুই বছরের মধ্যে ১০ কোটি ভোটারের হাতে স্মার্ট কার্ড তুলেদিতে যাচ্ছে সরকার। স্মার্টকার্ডের ওপরে দৃশ্যমান ছবিটি সাদা-কালো হলেও মেমোরি চিপে ভোটারের রঙিন ছবি সংরক্ষিত থাকছে। ১০ বছর মেয়াদি স্মার্টকার্ড ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা বৈশিষ্ট্য অক্ষুন্ন রাখতে সাদা-কালো ছবি ব্যবহারের কোনো বিকল্প নেই। বিশ্বেও তা স্বীকৃত। ভবিষ্যতে রঙিন ছবি ব্যবহারের প্রযুক্তি এলে তা যুক্ত করার বিষয়টিও বিবেচনায় থাকবে। সব ধরনের নাগরিক সুবিধা ও সেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্মার্টকার্ড। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যবহারের পাশাপাশি দেশের বাইরেও স্মার্টকার্ডের ব্যবহার উপযোগী হবে এটি। বিশ্বের বিভিন্ন দেশে এখন ই-গেটিং পদ্ধতি চালু রয়েছে। সেসব দেশে আমাদের এই স্মার্টকার্ড ব্যবহার করা যাবে। উন্নত প্রযুক্তিনির্ভর ২৫ নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত এই স্মার্টকার্ডে ভোটারদের সব তথ্য সংরক্ষিত থাকবে। ফলে কারো পক্ষে টু-ডি বারকোডযুক্ত যন্ত্রে পাঠযোগ্য এই কার্ড সহজে নকল করা সম্ভব হবে না। ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে টিআইএন, পাসপোর্ট, চাকরির আবেদন, সম্পত্তি কেনাবেচা, বিয়ে রেজিস্ট্রেশন, ব্যাংকে এ্যাকাউন্ট খোলা ও ব্যাংক ঋণ, বিও এ্যাকাউন্ট, সরকারী বিভিন্ন ভাতা উত্তোলন, সরকারী কর্মচারীদের বেতন ও অবসরপ্রাপ্তদের পেনশন উত্তোলন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বিমানবন্দরে আগমন ও বহির্গমন, বিমা স্কিম, গ্যাস-বিদ্যুত সংযোগ, বিভিন্ন ধরনের ই-টিকেটিং, মোবাইল সংযোগ, হেল্থ কার্ড, ই-ক্যাশসহ অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজের জন্য এটি হবে জনগণের মূল সম্পদ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪১

চাঁদগাজী বলেছেন:


"মোবাইল সংযোগ, হেল্থ কার্ড, ই-ক্যাশসহ অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজের জন্য এটি হবে জনগণের মূল সম্পদ। "

-তা'হলে, এটাই জন গণের "মুল সম্পদ"? সব ডামিরা সরকারের ঘাঁড়ে চড়ে যায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.