নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

সম্ভাবনা ও উন্নয়নের নব দ্বার

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২২





সুবিশাল-বিস্তৃত পরিসরে আনোয়ারা ও মিরসরাইয়ে অর্থনৈতিক জোন স্থাপনের কাজ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে।পরিকল্পিতভাবেই গড়ে তোলা হচ্ছে এই দু’টি অর্থনৈতিক জোন। সেখানে এখন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের উপযোগী অবকাঠামো তৈরির কাজ চলছে। উভয় অর্থনৈতিক জোনকে ঘিরেই ব্যাপক দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন ক্ষেত্র উন্মোচনের অপার সম্ভাবনা দেখা দিচ্ছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরের অনতিদূরে আনোয়ারায় এবং দেশের ‘লাইফ লাইন’ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খুব কাছাকাছি মিরসরাইয়ে প্রস্তাবিত অর্থনৈতিক জোন গড়ে তোলার কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিয়ে এগিয়ে নেয়া হচ্ছে। উভয় অর্থনৈতিক জোন প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রামে শিল্পায়নের ক্ষেত্রে দীর্ঘদিনের বিদ্যমান স্থান বা শিল্প প্লটের সংকট নিরসন হবে। দু’টি অর্থনৈতিক জোনের পাশাপাশি মিরসরাইয়ে চীনা সহায়তায় বিদ্যুৎ প্রকল্প স্থাপনেরও উদ্যোগ নেয়া হচ্ছে। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাসমূহকে কাজে লাগানোর লক্ষ্যে সরকারের কর্মপরিকল্পনার আলোকে বিভিন্ন দিক-নির্দেশনা দেয়া হচ্ছে। এর মধ্যদিয়ে শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে সম্ভাবনার একটি নতুন দ্বার উন্মোচন হচ্ছে বাংলাদেশে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুখবর

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০১

চাঁদগাজী বলেছেন:




অবকাঠামো হচ্ছে, সবই হবে, শিল্প করার সুযোগ কারা পাবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.