![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলামকে ব্যবহার করে যারা অশুভ শক্তির নীলনক্সা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী। তিনি জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ হতে সকল স্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রচারণা চালানোর পাশাপাশি রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনার মতো আর যেন কোন হামলা হতে না পারে, এজন্য সর্বোচ্চ সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রকৃতপক্ষে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। এজন্য সকল শ্রেণী ও পেশার মানুষের সহযোগিতায় সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ নির্মূল করতে এগিয়ে আসার সময় এখনই। এ ব্যাপারে তিনি তরুণদের কর্মকান্ডের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে সমাজের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, বিশেষ করে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন। সারাদেশে সকল মসজিদে সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদবিরোধী প্রচার চালানোর ব্যাপারে তাঁর এই আহবান হবে দেশবাসীর জন্য একটি স্বস্তির বার্তা। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ আহবান তাঁর সরকার দেশে জঙ্গীবাদ কায়েমের কোন সুযোগ দেবে না। তাঁর এই আহবান কিন্তু সন্ত্রাস দমনে যথেষ্ট নয়। এজন্য শিক্ষার্থী ও শিশুদের চলাফেরা সম্পর্কে বাবা-মা, অভিভাবক ও শিক্ষকদের সতর্ক থাকতে হবে, যাতে তারা কোন অশুভ শক্তি দ্বারা প্রভাবিত হয়ে বিপদগামী না হতে পারে।
প্রধানমন্ত্রীর জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জেলায় জেলায় দেয়া ভিডিও কনফারেন্সের বক্তব্য তখনই কাজে আসবে যখন আমরা সচেতন হবো এবং তাঁর আহ্বানে সাড়া দিয়ে দেশকে মুক্ত করবো জঙ্গী ও সন্ত্রাসের হাত থেকে।
©somewhere in net ltd.