নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

যে কারও জীবন রক্ষা করল, সে যেন সকল মানবজাতীর জীবন রক্ষা করল

১১ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০৪

ইসলামের শাশ্বত সৌন্দর্য ও অন্যতম ভিত্তি হচ্ছে বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং মানুষের জন্য কল্যাণ রচনা করা। এই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে যুগে যুগে মানুষ এবং পেয়েছে শান্তির ঠিকানা। সম্প্রীতি টাইম ম্যাগাজিনের সর্বশেষ সংখ্যার প্রচ্ছদে পবিত্র কুরআনের একটি আয়াত উদ্ধৃত করা হয়েছে। ম্যাগাজিনটিতে সূরা আল-মায়েদার ৩২ নাম্বার আয়াতটিকে উদ্ধৃ্ত করে বলা হয়েছে, ‘যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করে। এবং যে কারও জীবন রক্ষা করে, সে যেন সবার জীবন রক্ষা করে।’ সিরিয়ার ‘হোয়াইট হেলমেট’ নামক স্বেচ্ছাসেবী সংস্থার জন্য নিবেদিত এক রিপোর্টেও এ আয়াত উদ্ধৃত করা হয়। এই স্বেচ্ছাসেবীরা সিরিয়ার হাজার হাজার বেসামরিক মানুষেন জীবন রক্ষা করেছে। বেসামরিক প্রতিরক্ষা বাহিনী হোয়াইট হেলমেট কর্মীরা বোমা হামলায় বিধ্বস্ত ভবনগুলো থেকে হাজার হাজার মানুষকে উদ্ধার করেছে। গ্রুপটি রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড পেয়েছে সেপ্টেম্বরে। সেখানে উদ্ধারকর্মীরা বাসভবনে বোমাবর্ষণের পর ছুটে গিয়ে ধ্বংসস্তূপের ভেতর থেকে লোকদের উদ্ধার করে। যেখানে সিরিয়ায় মানুষের জীবন রক্ষায় বেসামরিক প্রতিরক্ষা বাহিনী প্রতিনিয়ত সংগ্রাম করছে একমাত্র আল্লাহ পাকের আয়াতকে মেনে, সেখানে ধর্মের নামে একদল মানুষ, হত্যা ও সন্ত্রাসী কাজ করে বেড়াচ্ছে বিভ্রান্তির জালে। আসলে তারা পথভ্রষ্ট এবং মানবতার শত্রু। এরা অপরকে হত্যাকারী এবং আত্মহত্যাকারী। তারা আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে মানুষকে মারছে এবং নিজেও মরছে। কোন মুসলমান দ্বারা অপর কোন মুসলমান বা অমুসলমানকে হত্যা করা কোনভাবেই ইসলামী নীতি হতে পারে না। যারা ঐ সমস্ত হত্যাকান্ড বা সন্ত্রাসের সাথে জড়িত তারা পথভ্রষ্ট, ভ্রান্ত ও বিপদগামী। তাই এখন সময় এসেছে এই সকল বিপদগামী ও পথভ্রষ্ট মানুষ রুপী দানব থেকে আমাদের মানব জাতিকে সচেতন করার জন্য। সেই সাথে রুখতে হবে জঙ্গীবাদ ও সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে যারা দেশের ভাবমুর্তি বিনষ্ট ও উন্নয়নের গতিকে ব্যাহত করতে চায় তাদের সকল অপচেষ্টাকে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৮

সজীব মোহন্ত বলেছেন: যে কাফেরদের হত্যা করলো, তাদের সম্পদ গণিমতের মাল হিসেবে ভোগ করল, কাফেরদের স্ত্রী, মেয়েদের দাসী বানালো, সেই জান্নাতে প্রবেশ করলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.