নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

একজন সহকর্মীর মৃত্যু ও প্রাসঙ্গিক ভাবনা

১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩


ব্যাংকক দূতাবাসে কর্মরত মাত্র ৪৫ বছরের সহকর্মী জামালের মৃত্যু কোনভাবেই মানতে পারছি না। ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের দোতালায় কথা বলতে বলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন জামাল। যে ব্যাংককে আমরা উন্নত চিকিৎসার জন্য যাই আর সেখানেই কিনা দীর্ঘ প্রায় এক বছর থাকা জামালের হার্টএ্যাটাকে অকস্মাৎ মৃত্যু। তিন সন্তানের মধ্যে ছোট সন্তানের বয়স মাত্র ৪ বছর। বনানী কবরস্থানে দাফনের সময় ভাবলেশহীন ৪ বছরের বিনতী যেন বুঝতেই পারছে না যে, আজীবনের জন্য তার প্রিয় বাবা হারিয়ে গেল। যে বাবার চিন্তায় আদরের ছোট কন্যা বিনতীর জন্য সবসময় উৎকণ্ঠা, আর আদর ছিল, তা চিরজীবনের জন্য হারিয়ে গেল। কবরস্থানে শুধু ভাবছিলাম, মৃত্যু এতো সত্য- এতো নিশ্চিত, তবুও আমরা এক মুহুর্তের জন্যও স্বাভাবিক মৃত্যু নিয়ে চিন্তা করিনা। সরকার ও জনগনের সম্পত্তি লুট, ঘুষ, দূর্ণীতি, অবৈধ কার্যকলাপ আর অপরের জায়গা জমি দখলে ব্যস্ত। পরকীয়ায় মত্ত। দিন দিন আমরা অমানুষ হয়ে যাচ্ছি। ভালবাসার মানুষকে এসিড মেরে ঝলসে দিচ্ছি। ইয়াবার উম্মাদনায় জন্মদাতা বাবা-মাকে খুন করছি। খাদিজার মতো হাজারও নিরীহ মেয়েকে আমরা সবার সামনে নির্বিচারে ছুরিকাঘাতে হত্যা করতে গেলেও কেউ ইমরানের মতো উদ্ধারে না গিয়ে বিকৃত মানসিকতায় সেলফি আর রেকডিং এ ব্যস্ত। ইয়াবা আর ড্রাগস আমাদের স্কুল-কলেজ এর কোমলমতি ছাত্র-ছাত্রী, যুব সমাজ আর তরুন-তরুনীর কাছে হয়ে উঠেছে জীবনের সবকিছু। সব কাজের জন্যই সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে। মৃত্যু নিশ্চিত জেনেও আমরা কেন এতো অন্যায় করছি .. .. .. . . . . . কেন এতো ঔদ্ধত্য।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

করুণাধারা বলেছেন: সবচাইতে অনিবার্য ঘটনা ম্রিত্যুকে ভুলে থাকি। আপনার পোস্ট পড়ে একবার হলেও ম্রিত্যুভয় মনে এসেছে- ধন্যবাদ পোস্ট এর জন্য।

২| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:



সরকারী চাকুরে করলে ওরা অলস হয়ে যায়, চাকর-চাকরাণী নিয়ে অলস জীবন যাপন করে; দুতাবাসে হলে তো কথাই নেই, এরা কোন নিয়ম কানুন মানে না; এরা বিদেশী কারেন্সীর পেছনে দৌড়ে; ফলে, কিসের থেকে কি হয়, বুঝা মুশকিল।

আপনি খাওয়া দাওয়া ঠিক করুন, সরকারী ফেসেলিটি কমায়ে দেন, ব্যায়াম করেন; আর ব্লগে সতয় কথা লেখেন

৩| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটু ভাবলেই তো পৃথিবীটা আরো সুন্দর হতো...

৪| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৪১

এ কে এম রেজাউল করিম বলেছেন:
আর ব্লগে সত্য কথা লেখেন

চাঁদগাজী-এর অভিমতের সাথে সহমত পোষন করিতেছি।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৪১

এ কে এম রেজাউল করিম বলেছেন:
আর ব্লগে সত্য কথা লেখেন

চাঁদগাজী-এর অভিমতের সাথে সহমত পোষন করিতেছি।

৬| ১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধু ভাবছিলাম, মৃত্যু এতো সত্য- এতো নিশ্চিত, তবুও আমরা এক মুহুর্তের জন্যও স্বাভাবিক মৃত্যু নিয়ে চিন্তা করিনা। সরকার ও জনগনের সম্পত্তি লুট, ঘুষ, দূর্ণীতি, অবৈধ কার্যকলাপ আর অপরের জায়গা জমি দখলে ব্যস্ত। পরকীয়ায় মত্ত। দিন দিন আমরা অমানুষ হয়ে যাচ্ছি।

অমানুষ সর্বত্রই! কোথায় যাবেন??? মানুষের মৃত্যু নিয়েও উপহাস!!!!!!

আপনার কলিগের জন্য পরকালীন শুভকামনা। অবুঝ বাবুটা যেন বুঝ হবার পর এ্ শোক সইতে পারে- আল্লাহ তওফিক দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.