![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কোন গণবান্ধব সরকার দেশের সকল নাগরিকের সমভাবে নাগরিক সুবিধা প্রাপ্তি নিশ্চিতে দায়বদ্ধ। এরই ধারাবাহিকতায় এবার বগুড়ার মহাস্থানগড়ের শিলাদেবীর ঘাট এলাকার ২২টি পয়েন্টে স্টিলের বিশেষ ধরনের পোলে স্থাপিত হয়েছে সোলার প্যানেলে চালিত সড়ক বাতি। এই সড়ক বাতি আলোকিত করেছে অবহেলিত গ্রামীণ জনপদের রাস্তা। মহাস্থানগড়ের লোকজন বলাবলি করছে ‘আগে আছিল আন্ধার (অন্ধকার) এখন কি রোশনাই (আলোকিত) হইছে।’ মাননীয় প্রধানমন্ত্রীর ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেয়ার অঙ্গীকারেরই বাস্তবায়ন গ্রামীণ সড়কে সৌর বিদ্যুতের আলো। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় ইডকলের সহযোগিতায় ঢাকার রিমসো ফাউন্ডেশন সৌর বিদ্যুতের এই এলইডি সড়ক বাতিগুলি স্থাপন করেছে। মহাস্থানগড় বাজার এলাকা থেকে শিলাদেবীর ঘাট হয়ে নদীর ওপারের গ্রামীণ রাস্তার প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে এই বাতি স্থাপিত হয়েছে। আগামী বছরে এ সোলার সড়ক বাতি আরও সম্প্রসারিত হয়ে মহাস্থানের আরও অনেক গ্রামীণ সড়কে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি গ্রামীণ জনপদের রাস্তায় সোলার সড়ক বাতি বসানো হবে, এতে প্রচলিত উপায়ে উৎপাদিত বিদ্যুতের উপর চাপ অনেকটা কমে যাবে। ইতোপূর্বে মহাস্থানগড় এলাকার শিলাদেবীর ঘাট থেকে শিবগঞ্জের দিকে যাওয়ার রাস্তায় সড়ক বাতি না থাকায় প্রতিনিয়ত ছিনতাইসহ নানা অপরাধ করে অপরাধীরা পালিয়ে যেতে সক্ষম হতো, পুলিশও সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারত না। বর্তমানে উন্নতমানের সাশ্রয়ী এলইডি সৌর বাতি এলাকাকে আলোকিত করায় সমস্যার সমাধান হয়েছে। বিশেষ ধরনের এ সৌর বিদ্যুতের বাতি রক্ষণাবেক্ষণ খুবই সহজ। স্বয়ংক্রিয়ভাবে দিনভর সূর্যের জ্বালানি সংগ্রহ ও সংরক্ষণ করে রাতভর আলো দিবে, কোন সুইচ নেই, কাজ করবে সেন্সরের মাধ্যমে। প্রতিটি সোলার প্যানেলের সঙ্গে সংযুক্ত করা আছে প্রতিটি ২০ ওয়াটের ৪০টি করে এলইডি বাল্ব, যা স্বচ্ছ আলো দেয়। এই বাতি বিদ্যুতের বাতির চেয়ে অনেক সাশ্রয়ী এবং টেকসই। সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে প্রত্যন্ত এই গ্রামীণ জনপদের লোকজন এই ভেবে আশ্বস্ত হয়েছে যে, তারাও আছে সরকারের উন্নয়ন পরিকল্পনায়। গণমুখী সরকারের এ ধরণের বিভিন্ন সময়োপযোগী উদ্যোগে নিশ্চিত হবে সারাদেশের সম উন্নয়ন, প্রতিনিয়ত অবহেলিত গ্রামীণ জনপদেও বয়ে আনবে আঁধারে আলোর হাতছানি।
©somewhere in net ltd.