![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশি পাট থেকে সুতা তৈরির প্রধান কাঁচামাল ভিসকস তৈরী করার ব্যবস্থা করা হচ্ছে। ভিসকস দেখতে সুতার মতো কিন্তু তার থেকেও সূক্ষ। এটা ব্যবহার হয় তুলার বিকল্প হিসেবে সুতা তৈরির কাজে। এ জন্য সরকারি পাটকলগুলোর মানোন্নয়ন করার উদ্যোগ। এতে প্রযুক্তিগত সহায়তা দেবে চীন। বিজেএমসির মিলগুলোতে শুধু কারিগরি সহায়তাই নয়, প্রয়োজনে আর্থিক বিনিয়োগও করবে চীন।চীনের চায়না টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন ফর ফরেন ইকনোমিক এন্ড টেকনিকাল কো-অপারেশন (সিটিইএক্সআইসি) ও বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি) এর মধ্যে মিনিউটস অব ডিসকাশন ‘এমওডি’ স্বাক্ষরিত হয়েছ। চীন বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। দুদেশের নিয়মিত বাণিজ্য বাড়ানোর মাধ্যমে এ সম্পর্ক আরো জোরদার হচ্ছে। সে জন্য বস্ত্র ও পাট খাতে বাংলাদেশ চীনের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ঘটাতে চায়। বস্ত্র ও পাট খাতের রপ্তানি বৃদ্ধি, আধুনিকায়ন এবং পাট পণ্যের বহুমুখী দ্রব্য উৎপাদন, বাজার সম্প্রসারণ বিষয়ে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা বিনিময় জরুরী। চীন সারা বিশ্বের চাহিদার ১৭ ভাগ সুতা উৎপাদন করে থাকে। কিন্তু দিন দিন চীনের উৎপাদন কমছে। কেননা চীনে প্রাকৃতিক উৎস থেকে কাঁচামাল কমে আসছে। বিপরীত দিকে বাংলাদেশে প্রচুর কাঁচামাল রয়েছে কিন্তু প্রযুক্তিগত স্বল্পতা রয়েছে। আমরা কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশে ভিসকস উৎপাদন করতে সক্ষম হব। তবে শুধু গবেষণাগার নয়, এই ভিসকসের ব্যবহার এখন বিশ্বজুরে সুতা তৈরির কারখানাগুলোতে হচ্ছে। তুলার উৎপাদন কমে আসায় গত বছর বাংলাদেশ প্রায় ৬৫০ কোটি টাকার ৩৩ হাজার ৭৩৭ টন ভিসকস পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করেছে। এর মধ্যে চীন ও ভারত রয়েছে। আমরা নিজেরা এই কাচামাল উৎপাদন করতে পারলে আমাদের বস্ত্রখাত অনেক শক্তিশালি হবে।
২| ১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
উত্তরের উপাখ্যান বলেছেন: বস্ত্রখাতের জন্য সুখবর।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:১২
ওমদামিয়া পাহাড় বলেছেন: বাংলাদেশে প্রচুর কাঁচামাল রয়েছে কিন্তু প্রযুক্তিগত স্বল্পতা রয়েছে।