![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশ অনেক এগিয়ে। নারী শিক্ষার হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে নারীর সংখ্যা বেড়েই চলছে। কর্মক্ষেত্রে পুরুষ ও নারীর অনুপাতের ব্যবধান এখন কমছে। পড়ালেখায় সুযোগ-সুবিধা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্কুল-কলেজে মেয়েদের সাফল্য চোখে পড়ার মতো। কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের পেছনে ফেলে মেয়েরা এগিয়ে যাচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আর এই সমতা প্রতিষ্ঠা করতে হলে সবার আগে দারিদ্র্য দূরীকরণ ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে সরকার। তাই পুরুষদের পাশাপাশি নারীদের সুশিক্ষিত করে সর্বক্ষেত্রে কাজে লাগানোর পরিকল্পনা করছে সরকার। জাতিসংঘ নির্ধারিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে ঈর্ষণীয় সাফল্য অর্জন করায় বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল। এমডিজি অর্জনে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। এমডিজির সফলতার ধারাবাহিকতা অব্যাহত রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও বাংলাদেশ নেতৃত্ব দিতে সক্ষম হবে। ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে ৭০তম অধিবেশনে ১৯৩টি সদস্য দেশ ২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডা হিসেবে এসডিজি অনুমোদন করে। এ লক্ষ্যমাত্রা আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়। জাতিসংঘ বিশ্বের উন্নয়ন টেকসই করতে ১৭টি লক্ষ্য এবং ১৬৯টি টার্গেট করেছে। এর মধ্যে অতিগুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো দারিদ্র্য ও চরম দারিদ্র্যের মধ্যে বসবাসরত জনগোষ্ঠীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা, নারীর প্রতি সহিংসতা বন্ধ করা, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। বাংলাদেশে তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়িত হবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)। দীর্ঘমেয়াদি রোডম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়ে সফলতা আসবে। চলতি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে এসডিজি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ১৭টি লক্ষ্যমাত্রার ৫ নম্বরে রয়েছে লিঙ্গ সমতা অর্জন এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা। এসডিজি অর্জনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। ২০১৬ থেকে ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে সরকার পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে। কোনো লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা, তা বাস্তবায়নের কৌশল নির্ধারণ করা এবং দক্ষতার সঙ্গে তা সম্পন্ন করা।
২| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৮
ওমদামিয়া পাহাড় বলেছেন: ভকোনো লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা, তা বাস্তবায়নের কৌশল নির্ধারণ করা এবং দক্ষতার সঙ্গে তা সম্পন্ন করা।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৯
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ কি ২০৩০'এর গুগলম্যাপ দেখাচ্ছে জাতিকে?