![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনলাইনে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে দেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য সেবা বিষয়ক অনলাইন প্লাটফর্ম জলপাই.কম। সম্প্রতি বিশ্ব সাহিত্য কেন্দ্রে জলপাই অ্যাপ উন্মোচন করেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদার। বাংলাদেশ থেকে অনেকেই এখন অনলাইনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ডাক্তার দেখানোর সুযোগ পাচ্ছে। তবে জলপাই উন্মোচন হওয়ার পর থেকে এখন দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে স্বাস্থ্যসেবা নেয়া যাবে। দেশে স্বাস্থ্য সেবাকে আরও সহজ করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। জলপাই.কম এমন একটি প্লাটফর্ম, যেখানে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ দ্বারা একজন ব্যবহারকারী যে কোনো ডাক্তার সহজেই খুঁজে পাবেন। জলপাই.কমে ডাক্তারের বিশেষত্বতা, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, চেম্বার লোকেশন, দেখা করার সময়, চিকিৎসা ফি দেখে যে কোনো সময় অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে। আবার ঘরে বসেও ডাক্তারের সঙ্গে অনলাইনে অডিও বা ভিডিও চ্যাট করে পরামর্শও নেয়া যাবে। পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তাররা জলপাই প্লাটফর্ম ব্যবহার করে তাদের রোগী খুঁজে নিতে পারবেন। এ ছাড়া রোগীরা এখান থেকে তাদের প্রয়োজন অনুযায়ী ডাক্তার, হাসপাতাল, ল্যাব এবং তাদের সেবা, প্যাকেজ ও খরচ সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন। পাওয়া যাবে যে কোনো মেডিসিনের বিস্তারিত তথ্য। প্রাথমিক অবস্থায় ঢাকার কয়েকটি নির্দিষ্ট এলাকায় পরীক্ষামূলক এ সেবাটি চালু করা হচ্ছে। পরে সারা দেশে এ সেবা চালু করবে জলপাই. কম।
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৭
উত্তরের উপাখ্যান বলেছেন: সামগ্রিকভাবেই দেশ উন্নত হচ্ছে।