নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

বৈকালিক স্বাস্থ্য সেবা হবে দরিদ্র বান্ধব

১৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭



বিনামূল্যে রোগী সেবা একটা মহৎ কাজ। এই মহৎ কাজে আমাদের দেশের সকল ডাক্তাররা বিশেষ ভূমিকা রাখবে এ প্রত্যাশা সবার। সম্প্রতি স্বাস্থ্য বিভাগ বৈকালিক চিকিৎসা সেবা একটি প্রকল্পের আওতায় নেওয়ার পরিকল্পনা করছে। সে লক্ষ্যে রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বৈকালিক স্বাস্থ্য সেবার পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন হতে যাচ্ছে। এর যাত্রা শুরু হয়েছে প্রথমে দেশের নওগাঁ-তে। সেখানকার স্বাস্থ্য বিভাগ অনুধাবন করেছে, একজন কৃষকের পক্ষে সকালে মাঠে না গিয়ে হাসপাতালে গেলে তার পুরো দিনটাই নষ্ট হয়ে যায়। ফলে খেটে খাওয়া মানুষের জন্য সমস্যার অন্ত থাকে না। এজন্য তাদের জন্য এটি হবে একটি চমৎকার উদ্যোগ। নওগাঁর এই উদ্যোগ সফল হওয়ার পর স্বাস্থ্য অধিদফতর থেকে সারাদেশের সব সরকারি হাসপাতালে বৈকালিক সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি, ঢাকার ধামরাই, সিরাজগঞ্জের কাজীপুর, নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং টঙ্গী ও মানিকগঞ্জ সদর হাসপাতাল বহিঃবিভাগে বৈকালিক চিকিৎসা সেবা চালু হয়েছে। বিকালে আর দরিদ্র রোগীদের টাকা দিয়ে ডাক্তার দেখাতে হবে না। চিকিৎসকরা রোগীদের এই বৈকালিক চিকিৎসাতে কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। আবার তরুণ চিকিৎসকদেরও এই সেবায় আগ্রহী করতে আগামীতে তাদের উৎসাহ ভাতা বা পারিশ্রমিক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সব মিলিয়ে এই মহৎ উদ্যোগটি যাতে আরো বৃহৎ আকারে করা যায় তার সব ধরনের চেষ্টা অব্যাহত রাখতে সরকার কাজ করে যাচ্ছে।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১৬

উত্তরের উপাখ্যান বলেছেন: এতে করে দরিদ্র ভুক্তোভুগিরা অনেক উপকৃত হবেন।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৬

ইয়াসিরআরাফাত বলেছেন: এই মহৎ উদ্যোগটি যাতে আরো বৃহৎ আকারে করা যায় তার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.