![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণরায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া বর্তমান গণতান্ত্রিক সরকার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকেই নানা উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে তাদের নির্বাচনী অঙ্গিকার পূরণে নিরলসভাবে কাজ করে চলেছে। সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গিকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নপূরণেও গৃহিত হয়েছে নানা সময়োপযোগী উদ্যোগ। এরই ধারাবাহিকতায় দেশের মানুষ যাতে কম দামে
ইন্টারনেট পায় সে জন্য পাইকারি পর্যায়ে ইন্টারনেট ব্যান্ডউইথের দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
বর্তমানে বিএসসিসিএল এক এমবিপিএস (মেগা বিট প্রতি সেকেন্ড) ব্যান্ডউইথ বিক্রি করছে ৬২৫ টাকায়, নতুন দাম কার্যকর হলে ১০ শতাংশ কমে সেটি ৫৬৩ টাকায় নেমে আসবে। বিএসসিসিএল এর প্রথম সাবমেরিন কেবলের (এসইএ-এমই-ডব্লিউই-৪) মাধ্যমে পাওয়া ২০০ জিবিপিএস ব্যান্ডউইথের ব্যবহার আরও বাড়াতেই দাম কমানোর এই উদ্যোগ নেয়া হয়েছে। এই সাবমেরিন কেবলের মাধ্যমে বিএসসিসিএল এখন দেশের অভ্যন্তরে ১৭৬ জিবিপিএস (গিগা বিট প্রতি সেকেন্ড) ব্যান্ডউইথ বিক্রি করছে, ভারতে রপ্তানি হচ্ছে ১০ জিবিপিএস। অন্যদিকে দ্বিতীয় সাবমেরিন কেবলের (এসইএ-এমই-ডব্লিউই-৫) মাধ্যমে বাংলাদেশ এ বছর আরও ১ হাজার ৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ পেতে যাচ্ছে। উল্লেখ্য, বিএসসিসিএল সর্বশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর ইন্টারনেট ব্যান্ডউইথের দাম প্রতি এমবিপিএস ১ হাজার ৬৮ থেকে কমিয়ে ৬২৫ টাকা করেছিল। দাম কমানোতে গত দুই বছরে দেশে ব্যান্ডউইথের বিক্রি ৪০ জিবিপিএস থেকে বৃদ্ধি পেয়ে ১৭৬ জিবিপিএস হয়েছে, অর্থাৎ দুই বছরে ব্যান্ডউইথের ব্যবহার বেড়েছে চার গুণের বেশি। দেশে বর্তমানে দৈনিক ৩৫০ থেকে ৪০০ জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথের চাহিদা রয়েছে। বিএসসিসিএলের বাইরে বাকি ২০০ থেকে ২৫০ জিবিপিএস ব্যান্ডউইথের জোগান আসে ইন্টারনেট ট্রান্সমিশন কোম্পানির (আইটিসি) মাধ্যমে। ব্যান্ডউইথের মূল্যহ্রাস আর নতুন ১ হাজার ৪০০ জিবিপিএস ব্যান্ডউইথের সরবরাহ দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করবে। গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের সহজলভ্যতা আর ব্যয় হ্রাসের ইতিবাচক প্রভাবে তরান্বিত হবে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা। সরকারের গণমুখী মানসিকতা আর সময়োপযোগী উদ্যোগের যুগলবন্দীতে উন্নত বাংলাদেশের ইপ্সিত লক্ষ্য এখন দৃষ্টিসীমায় উপনীত হয়েছে – বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবেই হবে।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মোবাইল অপারেটররা কী ডাটার মূল্য কমাবে, নাকি নেপোয় মারবে দই?
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৮
ওমদামিয়া পাহাড় বলেছেন: বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবেই হবে।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৪
কালীদাস বলেছেন: এইটার ইউজ কতটুকুট ইফেক্টিভভাবে হবে? এই জাতি তো নেটের ইউজ ফেসবুক ছাড়া কিছুতেই চেনে না....
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৩
উত্তরের উপাখ্যান বলেছেন: সাধারণ গ্রাহক পর্যায়ে এ সুবিধা পৌছানো নিশ্চিত করতে হবে তাহলে।
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৬
আজিব দুনিয়ার মানুষ। বলেছেন: মোবাইল অপারেটররা ব্যান্ডউইথ কমাচ্ছে না কেন? তাদেরকে চাপ প্রয়োগ করতে হবে যাতে ১ জিবি ডাটা সর্বোচ্চ ৳৫০ এ নিয়ে আসে। কারন একজন একজন সক্রিয় ইন্টারনেট ব্যাবহারকারি যদি বয়সসীমা ১৫-২০ হয় তাহলে তার চাহিদা হতে পারে ২-৫ জিবি, বয়সসীমা ২০-২৯ হলে চাহিদা ৫-১৫ জিবি এবং প্রোফেশনাল ইউজার হলে সেটা ভিন্ন। এটা আমার নিজস্ব ধারণা। তাই প্যাকেজ মূল্য সহনীয় সীমায় নিয়ে আসতে হবে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন: প্রান্তিক পর্যায়ে এর সুবিধা ভোগ করা যাবে কি?