![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের প্রতিফলন ঘটছে পদ্মা সেতুতে। আগামী এপ্রিলে পদ্মা সেতুতে রেলসংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। শীগ্রই চীনের সঙ্গে লোন এগ্রিমেন্ট হচ্ছে। ঢাকা থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে গত বছর আগস্টে চুক্তি করা হয়। পদ্মা সেতু রেল সংযোগ নামের এ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রডগেজ রেললাইন নির্মাণ করা হবে। গত বছরের ৩ মে একনেকে অনুমোদিত ওই প্রকল্প বাস্তবায়নে ২০ বছর মেয়াদে ২৪ হাজার ৭৪৯ কোটি টাকা ঋণ দেয়ার কথা চীনের। যার জন্য সুদ গুনতে হবে ২ শতাংশ হারে। বাকি ১০ হাজার ২৪০ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ দিয়ে কুষ্টিয়া থেকে যশোর-খুলনায় রেল যোগাযোগ আছে। পদ্মায় সেতু হলে ফরিদপুর হয়ে ট্রেন যাবে যশোরে। বহু প্রতীক্ষিত এ সেতুর মূল কাঠামোর নির্মাণ কাজ চলছে এখন। ২০১৮ সাল নাগাদ সেতুটি চলাচলের জন্য খুলে দেয়ার আশা করা হচ্ছে। একই সময়ে সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল শুরু করাও সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। দেশের উন্নয়নে সরকারের আন্তরিক প্রচেষ্টায় উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ।
©somewhere in net ltd.