| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

প্রবাসীদের জন্য সুখবর, মাত্র সাত দিনের মধ্যে হাতে পাবে পাসপোর্ট। প্রবাসী বাংলাদেশীরা যে কোন মূল্যে সাতদিনের মধ্যে পাসপোর্ট দিয়ে দেয়া হবে। এর ব্যতিক্রম ঘটলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আগে প্রবাসীদের পাসপোর্ট পেতে তিন থেকে ছয় মাস লেগে যেত। পাসপোর্ট তৈরির পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ দূতাবাসগুলোতে বিভিন্ন প্রক্রিয়া সমন্বয় করে প্রবাসীদের কাছে পাঠানো হতো। এখন আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ফেডেক্সের সঙ্গে চুক্তি করা হয়েছে। প্রবাসীদের পাসপোর্টগুলো এখন তিনদিনের মধ্যে নিজ নিজ দূতাবাসে চলে যাবে। সেখান থেকে তারা সাতদিনের মধ্যে তা পেয়ে যাবে। জঙ্গীদের হাতে যাতে পাসপোর্ট না যায়, সেজন্য এসবি ক্লিয়ারেন্স দরকার। জঙ্গী-সন্ত্রাসীরা যাতে পাসপোর্ট না পায়, সেজন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে। বর্তমান সরকারের হাত দিয়ে কোন জঙ্গী-সন্ত্রাসী আর পাসপোর্ট পাবে না। পাসপোর্টের সঙ্গে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড জড়িত। ৩০ বিলিয়ন রিজার্ভ অর্জনের ক্ষেত্রে বহির্গমন ও পাসপোর্ট অধিদফতরের অবদান রয়েছে। পাসপোর্ট প্রক্রিয়া সহজ করার ফলে ভোগান্তি যেমন কমবে তেমনি প্রবাসীরাও নিশ্চিন্তে কাজ করে দেশের উন্নয়নে সহায়তা করতে পারবে।
২|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩০
কালীদাস বলেছেন: যত বালছালের আলাপ আছে। আমি সরকারি চাকরি করি, আমার এসবি ভেরিফিকেশন লাগে না। রিনিউ করতে দিছি এক বাংলাদেশি এম্বেসিতে, আগারগাঁও সেইটা ইস্যু করছে এম্বেসিতে জমা দেওয়ার ১৪ দিনের মধ্যে। এরপর কনসুলারে আইসা পইড়া আছিল ২ মাস, শালারা একটা মেসেজ বা মেইল করতে পারে নাই। এখন ফেডেক্সের নামে আবার নতুন টাকা খাওনের রাস্তা খুলব আরকি।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
হাতুড়ে লেখক বলেছেন: নিঃসন্দেহে যুগন্তকারী পদক্ষেপ। এখন বাস্তবায়ন হলেই হয়।