![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘মঙ্গাকে করেছি জয়, নোয়াহ্ করবে এবার বিশ্বজয়’- এই মূলমন্ত্রকে ধারণ করে তৈরি হচ্ছে এ্যালুমিনিয়াম কিচেন আইটেম, হাঁড়ি, পাতিল, জগ, ননস্টিক ফ্রাইপ্যান, ক্যাসল, কড়াই, তাওয়াসহ রকমারি পণ্য। সৈয়দপুর-রংপুর মহাসড়কের পাশে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সাথে লাগোয়া নোয়াহ্ গ্রুপের রয়েলেক্স মেটাল ইন্ডাস্ট্রিজটি প্রায় সাড়ে ৩ একর জমিতে গড়ে ওঠে ১৯৭৮ সালে। রংপুর ও দিনাজপুরের মধ্যবর্তী স্থানে সৈয়দপুরে কারখানাটি অবস্থানের কারণে অতিদ্রুত এর উৎপাদিত পণ্য সামগ্রী বাজার দখল করে নেয়। প্রথমে কারখানাটি শুধুমাত্র অ্যালুমিনিয়াম পণ্য সামগ্রী তৈরি করে গোটা উত্তরাঞ্চলের বাজার দখলে নেয়। তারপর ২০০৭ সালে শুরু হয় প্রেসার কুকার, রাইস কুকার, গ্যাস চুলা, ননস্টিকের নানা পণ্য তৈরির কাজ। মানসম্মত পণ্য তৈরি করায় দ্রুত বাজার দখলে নেয় এসব পণ্য। দেশের বাজার দখল করে বিদেশের বাজারে যাচ্ছে নীলফামারীর সৈয়দপুরে তৈরি কিচেন আইটেম, তৈজসপত্র। ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতিবছর অংশ নিচ্ছেন রয়েলেক্স মেটাল ইন্ড্রাস্ট্রিজ। কারখানায় বিভিন্ন পর্যায়ে কাজ করছেন প্রায় সাড়ে ৩শ’ নারী-পুরুষ শ্রমিক-কর্মচারি। তাদের পরিশ্রম ও ঘামে এবং মালিকের সার্বিক তত্ত্বাবধানে কারখানায় তৈরি হচ্ছে বিদেশে রফতানিযোগ্য কিচেন আইটেম। এরই মধ্যে প্রায় ৫ লাখ টাকার ফ্রাইপ্যান, ক্যাসল, কড়াই, তাওয়াসহ বিভিন্ন পণ্যসামগ্রী পাঠানো হয়েছে ভুটানে। সেখানে দিন দিন কিচেন আইটেমের এসব পণ্যের চাহিদা বাড়ছে। প্রতিযোগিতার বাজারে প্রতি মুহূর্তেই হোঁচট খেতে হয়। এক সময় বাইরে থেকে এক্সপার্ট এনে এখানে কাজ করানো হতো। এখন এখানকার কারিগররা নিজেরাই এসব কাজ শিখে নিয়েছেন। নারী হাতের ছোঁয়ায় যেমন তৈরি হচ্ছে গ্যাসের চুলা তেমনি পুরুষের শক্ত হাতে নন-স্টিক সামগ্রীসহ অন্যান্য কিচেন আইটেম তৈরি হচ্ছে।
২| ০১ লা মার্চ, ২০১৭ সকাল ১১:১১
নতুন নকিব বলেছেন:
গুড!
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৭ সকাল ১১:০৩
ইয়াসিরআরাফাত বলেছেন: দেশ এখন দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে ।