নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

বাংলার মানুষকে বোকা বানানো এত সহজ নয়!!!!!

০২ রা মার্চ, ২০১৭ রাত ১১:১৯

পাল, মোগল আর পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন হয়েছে এদেশের মানুষ। মীর জাফর থেকে গোলাম আজম আর নব্য রাজাকার হুম্মাম আর আজমীকেও চিনতে বাকি নেই এদেশের মানুষের। শান্ত পরিবেশকে কি করে অশান্ত করতে হয় তাতে তারা সিদ্ধ হস্ত। রাজাকারের পুত্রের কাছ থেকে আর কি বা আশা করতে পারে জনগন। এখন এক নতুন নাটক ফেদেছে রাজাকার পুত্র হুকা (হুম্মাম কাদের)। রাজাকের বাপের ফাসির পর আত্মগোপন করে রাতের আধারে বের হয়ে এসেছে। দোষ চাপাচ্ছে সেনা বাহিনী তথা ডিজিএফআই এর উপর। হুকা কে এখনি পুলিশি জেরায় আনা উচিত, আর পশ্চাদেশ লাল করে জানা দরকার তার এই কুকর্মের প্রধান হোতা কারা। কারা তার মদদ দাতা। তাহলেই অনেক অনেক নাম বের হয়ে আসবে। থলের বেড়াল বাইরে বের হয়ে যাবে। কালো বেড়াল ডেভিড বার্গম্যানের কর্মকান্ডও দিনের আলোয় ফকফকা হয়ে যাবে। মীর কাসেম আলীর সেফ হাউজে সাত মাস বিশেষ মৌজ মাস্তি করে কাটিয়েছে তা তার ছবিই কথা বলছে। অতি সত্বর এই রাজাকারদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা দরকার, তাহলে গায়ে হাওয়া লাগিয়ে আর যাই হোক সাত মাস আত্মগোপন করে থাকতে পারবে না। রাজাকার বাপের অবৈধ অঢেল সম্পদে গা ভাসিয়ে আর কয়দিন? দেশের মানুষকে বোকা বানানো আর সম্ভব না। হুকা তোদের দিন শেষ হয়ে আসল বলে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৭ রাত ১১:৪৯

আনিকা জান্নাত বলেছেন: বিষয় গুলো খুব অস্পস্ট ভাবে বুঝানো চেষ্টা করা হয়েছে। তারপরও ভাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.