![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ বিমান বাহিনীকে আরও আধুনিক এবং গতিশীল করার লক্ষ্যে ২০১৫-১৬ অর্থবছরের দুটি ট্রেনিং হেলিকপ্টার, একটি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স রাডার সিস্টেম, একটি লং রেঞ্জ এয়ার রাডার ডিফেন্স রাডার এবং ১১টি পিটি-৬ বেসিক ট্রেইনার বিমান ক্রয়ের চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। রাশিয়া থেকে এবার আটটি বহুমাত্রিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। সে দেশের একটি শীর্ষস্থানীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান আধুনিক প্রযুক্তির এই আটটি যুদ্ধবিমান সরবরাহ করতে পারে বলে জানা গেছে। আধুনিক প্রযুক্তির এসইউ-৩৫, মিগ-৩৫ ও এসইউ-৩০ এসএম যুদ্ধবিমান উৎপাদনকারী ইউনাইটেড এয়ারক্রাফট করপোরেশন দরপত্র পাওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী। রাশিয়া থেকে বড় ধরনের সামরিক সরঞ্জাম কেনার ঘটনা নতুন নয়। এর আগে ২০০৯-১০ অর্থবছরে বিমানবাহিনীর জন্য চীন থেকে কেনা হয় স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা পদ্ধতি। এ সময় এফ-৭ বিমানের জন্য চীন থেকে এবং মিগ-২৯ বিমানের জন্য রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র কেনা হয়। ২০১০-১১ অর্থবছরে চতুর্থ প্রজন্মের ১৬টি যুদ্ধবিমান এফ-৭ বিজি ১ এবং রাশিয়ার তৈরি এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার কেনা হয়। ভবিষ্যতে আরও মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট, মিডিয়াম লিফ্ট হেলিকপ্টার এবং মোবাইল প্লাস ডোপ্লার রাডার সংযোজনের পরিকল্পনা রয়েছে।
২| ০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৬
ঢ্যাঙা মোস্তাফা বলেছেন: এত পেলেন কিন্ন্যা সীমান্তে কয়টা ফালানীর লাশ হওয়া আটকাইতে পার তোমরা?
৩| ০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০৬
চাঁদগাজী বলেছেন:
এটম বোমা ফেলার সরন্জামসহ ৩টি বি-৫২ বোমারু বিমান কেনার দরকার।
৪| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৫
জগতারন বলেছেন:
দুটি ট্রেনিং হেলিকপ্টার,
একটি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স রাডার সিস্টেম,
একটি লং রেঞ্জ এয়ার রাডার ডিফেন্স রাডার এবং
১১টি পিটি-৬ বেসিক ট্রেইনার বিমান ক্রয়ের চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে।
কিন্তু ছবিতে তো দেখা যাচ্ছে F-35 fighter aircraft maid in Fort Worth, USA
৫| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৯
উত্তরের উপাখ্যান বলেছেন: দেশমাতৃকার সার্বিক নিরাপত্তার জন্য বাংলার আকাশ নিরাপদ রাখতে বিমান বাহিনীকে আধুনিকায়ন করা জরুরী।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫১
আততায়ী আলতাইয়ার বলেছেন: এয়ার স্ট্রাইক এবং এয়ার ডিফেনস মর্ডান ওয়ারফেয়ার এর অবিচ্ছেদদ্ধ অংশ,
এই একটা যায়গায় আরব ইসরাইল যুদ্ধে মিশর এবং ৯১ এর গালফ অব ওয়ারে ইরাক বেটার ইনফেন্ট্রি স্ট্র্যাটেজিক পজিশনে থাকার পরেও ধরা খেতে হয়, ৭১ ডিসেম্বর এ ডগফাইটে ইন্ডিয়ান এয়ারফোর্স সুবিধা না করতে পারলেও যখন এয়ার স্ট্রাইক চালিয়ে ঢাকা এয়ারপোর্ট এর রান ওয়েতে বড় বড় গর্ত তৈরি করে তখন পাকিদের বিচি লক হয়ে যায়