নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

চালু করা হচ্ছে আখতারুজ্জামান ফ্লাইওভার

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১০

চট্টগ্রামের বৃহত্তম ফ্লাইওভারটির নির্মাণ কাজ বর্তমানে কাজ প্রায় শেষ। র্যা ম্প ও লুপ ছাড়াই এটি চালু করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান চৌধুরীর নামে এই ফ্লাইওভারের নামকরণ করা হয়। চট্টগ্রাম মহানগরীর লাইফ লাইন হিসেবে পরিচিত প্রধান সড়কে মুরাদপুর-লালখানবাজার আখতারুজ্জামান ফ্লাইওভারটি। ৫ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ও ৫৪ ফুট প্রস্থের ফ্লাইওভারটির মূল অবকাঠামো তৈরিতে ব্যয় হয়েছে ৪৫০ কোটি টাকা এবং বাকি ২৪৬ কোটি টাকা ব্যয় দুটি র্যা ম্প ও লুপ তৈরি কাজে। মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত ফ্লাইওভারটি মুরাদপুর এন. মোহাম্মদ কনভেনশন সেন্টারের সামনে থেকে উঠে জমিয়তুল ফালাহ মসজিদের পশ্চিম গেটের সামনে হয়ে লালখান বাজারে এসে নামবে। ফ্লাইওভারটি চালু হলে নগরের প্রধান সড়কে যানজট অনেক কমবে। জিইসি মোড় ও ষোলশহর দুই নম্বর গেট এলাকায় যানজট থাকবে না। ২০১৫ সালের মার্চে মূল নির্মাণকাজ শুরু হয়েছিল। ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে। প্রকল্পের মেয়াদ চলতি বছরের জুন পর্যন্ত। দুই মাস আগেই সব কাজ শেষ হবে। চট্টগ্রাম নগরের কালুরঘাট থেকে পতেঙ্গা সমুদ্রসৈকতের আগে কাঠগড়বাজার পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার প্রধান সড়ক। এ সড়ক হয়েই যেতে হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। এ সড়কের মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত ৫ দশমিক ২ কিলোমিটার উড়াল সড়ক নির্মিত হচ্ছে। চার লেনের মূল সড়কের দৈর্ঘ্য ৩ হাজার ৭৫০ মিটার। ফ্লাইওভারের জিইসি মোড়ে চারটি র্যা ম্প হবে। ওয়াসা থেকে জিইসি মোড়ের দিকের গাড়িগুলো জিইসি কনভেনশনের সামনে এবং মুরাদপুরের দিকে যাওয়া গাড়িগুলো ইফকো কমপ্লেক্সের সামনে থেকে ফ্লাইওভারে উঠতে পারবে। মুরাদপুর থেকে জিইসি মোড়ের দিকের গাড়িগুলো মেরিডিয়ানের সামনে নামতে পারবে এবং ওয়াসার দিকে যাওয়া গাড়িগুলো বুসেন গার্ডেনের সামনে থেকে উঠতে পারবে। ষোলশহর দুই নম্বর গেটে বায়েজিদ বোস্তামী রোডের দিকে দুটি লুপ থাকবে। একটি লুপ দিয়ে গাড়ি যেতে পারবে এবং অপরটি দিয়ে গাড়ি আসতে পারবে। বন্দরনগীর যানজট নিরসনে আক্তারুজ্জামান ফ্লাইওভারের অগ্রনী ভুমিকা পালন করবে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২০

চাঁদগাজী বলেছেন:

আখতারুজ্জামান উনার যেই ব্যবসায়িক পার্টনারকে হত্যা করেছিল, হুমায়ুন রশীদ, সাথে উনার নামটাও দিলেও ভালো হতো মনে হয়!

২| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৬

এরশাদ বাদশা বলেছেন: নগরবাসী যে দূর্ভোগ পোহাচ্ছে কয়েকবছর ধরে, তার অবসান হলে তো কথাই নেই। ভালো কিছুর জন্য ত্যাগ তো করতেই হয়, উন্নয়নকাজগুলো শেষ হলে, আশা করছি, চট্টগ্রাম শহরের চেহারাটাই পাল্টে যাবে।

৩| ১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

অতঃপর হৃদয় বলেছেন: হোক!!

৪| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: মগবাজার ফ্লাইওভারটা কবে হবে? খুব কষ্টে আছি। প্রতিদিন এই রাস্তা দিয়েই আমাকে যাতায়াত করতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.