![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাইক্রোসফটে যুক্ত হলো বাংলা ভাষা। এটি প্রত্যাশিত ছিল। মাইক্রোসফট কর্তৃপক্ষ বাংলাদেশ ও ভারত উপমহাদেশে বাংলাভাষীদের সুবিধার্থে অত্যাধুনিক অনুবাদক প্ল্যাটফর্ম ‘মাইক্রোসফট ট্রান্সলেটর’ সংযুক্তির সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে মাইক্রোসফট ট্রান্সলেটরে বাংলা ভাষা যুক্ত করেছে। ফলে সবার পক্ষে উইন্ডোজ, এ্যান্ড্রয়েড, কিন্ডল ও আইওএস ডিভাইসে মাইক্রোসফট ট্রান্সলেটর এ্যাপ ব্যবহার করা সম্ভব হবে। মোবাইল এ্যাপ কিংবা ওয়েবে গিয়ে মাইক্রোসফট ট্রান্সলেটর লাইভ ফিচারের মাধ্যমে ৯টি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এর আগে অনুরূপ পদক্ষেপ নেয় গুগল। বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল বিগত কয়েক বছর যাবৎ বাংলা ভাষা ও বাংলাদেশকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারির মতো বর্তমানে স্বাধীনতা দিবসেও গুগল বাংলা ভাষার প্রতি বিশেষ সম্মান জানাচ্ছে। এটি আমাদের জন্য একদিকে যেমন সুসংবাদ, অন্যদিকে তেমনি ভাষার প্রতি দায়বদ্ধতা ও দেশের প্রতি ভালবাসা প্রকাশের পাশাপাশি কর্তব্য পালনের বিষয়টিও সামনে নিয়ে আসে। অনলাইনে বাংলা চর্চার ক্ষেত্রটি আজ বিশ্বব্যাপী ব্যাপকতা পেয়েছে। আমরা দেখেছি আমাদের স্বাধীনতা দিবসে লাল-সবুজে সেজেছিল ইন্টারনেটে তথ্য সার্চ দেয়ার ইঞ্জিনটি। নিজস্ব লোগোকে সাজিয়েছিল বাংলাদেশের পতাকার আবহে। ২০১৩ সালে প্রথম বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ডুডল প্রকাশ করেছিল গুগল। গুগল অনুবাদে চার লাখ বাংলা শব্দ যোগ করার উদ্যোগটিও ছিল প্রশংসনীয়। সারাদেশের ৮০টিরও বেশি স্থান এবং দেশের বাইরে অনেকগুলো স্থান থেকে একযোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এর ভেতর দিয়ে সমাজের তরুণ অংশের ভেতর বাংলা ভাষার প্রতি ভালবাসা ও দায়িত্ববোধ আরও বাড়বে। বাংলাদেশ সফরে আসা গুগল যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তা পর্যবেক্ষণে বলেছিলেন যে, পৃথিবীর অন্যতম বড় ও সমৃদ্ধ ভাষা বাংলার প্রতি এখানকার মানুষের রয়েছে বিরল আবেগ। কিন্তু দুঃখজনক হলো, ইন্টারনেটে বাংলার তথ্যভান্ডার এখনও অতটা সমৃদ্ধ নয়। এ নিয়ে আমাদেরই কাজ করতে হবে। গুগল অনুবাদে তথ্য যোগ করে তা অনেকটাই করা সম্ভব। নতুন নতুন শব্দ যোগ করলে তা আরও শক্তিশালী ও অর্থবহ হবে। ইংরেজী থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজী দুই ভাষাতেই অনুবাদ করে তা প্রয়োজন অনুসারে কাজে লাগানো যায়। এভাবেই ইন্টারনেটের মাধ্যমে বিশ্বে বাংলা ভাষার প্রসার ঘটবে। সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মাইক্রোসফটের নতুন উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মাইক্রোসফটকে অভিনন্দন।