নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

এবারের বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনে সফল আইন-শৃঙ্খলা বাহিনী

১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৪

এবার নতুন বছর বরণ অনুষ্ঠানে দেশের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবেই সারা দেশে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখের অনুষ্ঠানমালা। শুধু রাজধানী ঢাকায় নয়, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ বরিশাল সিলেট মহানগরীসহ দেশব্যাপী বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো বাংলা নববর্ষ। প্রশাসনের নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন স্থানে পহেলা বৈশাখের দিনব্যাপী কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হায়েছে। রাজধানীর রমনাসহ বিভিন্ন অনুষ্ঠানস্থল ছাড়াও পার্ক লেক ও হাতির ঝিলে ছিল প্রচুর মানুষের ভিড়।এবার সারা দেশের মানুষ বাংলা নববর্ষ উদযাপনে প্রাণের উৎসবে দিনব্যাপী মাতোয়ারা ছিল সবাই ।পুরনো দিনের সব গ্লানি ভুলে শিকড়ের উৎসবকে আনন্দের সাথে বরণ করা হয়েছে। বাঙালির আবহমান সংস্কৃতির এই উৎসবকে নির্বিঘ্ন ও নিরবচ্ছিন্ন করতে দিনব্যাপী কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র্যা ব, পুলিশ ও গোয়েন্দা সদস্যরা। পুলিশ, র্যা ব, গোয়েন্দাসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় দেশের প্রত্যেকটি জায়গায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পহেলা বৈশাখ।আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর সতর্ক অবস্থানের কারণে ক্রিমিন্যালরা এবারের বর্ষ বরণে কোনো ধরনের অঘটন ঘটাতে পারেনি। ২০০৪ সালে বর্ষবরণ অনুষ্ঠানে রমনার বটমূলে বোমা হামলা করা হয় এরপর থেকে এতো আনন্দ উৎসবের সাথে বর্ষবরণ অনুষ্ঠান পালন করা হয়নি । যদিও এবারের বর্ষবরণ অনুষ্ঠান পালন করা অনেকটা চেলেঞ্জিং ছিল তবে সেটা সফল ভাবে শেষ করতে সক্ষম হয়েছে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনগণও আইন-শৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট সহযোগিতা করে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একদিকে যেমন কঠোর মনোভাব নিয়ে জনসাধারণের নিরাপত্তায় ডিউটি পালন করেছে, আবার বন্ধুসুলভ আচরণের মাধ্যমে প্রত্যেকটি মানুষকে তারা দিয়েছে বিভিন্ন সেবা।গত শুক্রবার সকালে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় বর্ষবরণ। দিনভর রমনা পার্কে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে পহেলা বৈশাখের অনুষ্ঠান। যেসব জায়গায় বর্ষবরণের অনুষ্ঠান হয়েছে, প্রত্যেকটি জায়গায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল ব্যাপক তৎপর।পহেলা বৈশাখের আরেকটি বিশেষ ইভেন্ট ছিল মঙ্গল শোভাযাত্রা। আইন-শৃঙ্খলা বাহিনীর নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় অনুষ্ঠিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা। র্যা ব পুলিশ গোয়েন্দা সংস্থা নিয়ে কয়েক স্তরে সাজানো ছিল মঙ্গল শোভাযাত্রার নিরাপত্তা ।পহেলা বৈশাখের অনুষ্ঠান নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে পালন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন অনুষ্ঠানস্থলে আসা দর্শনার্থীরা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.