নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

শুরু হচ্ছে পর্যটন মেলা

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৫

ঢাকায় তিন দিনের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলার আয়োজন হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার’ শিরোনামে এ মেলায় ১০টি প্যাভিলিয়ন, ১৮টি মিনি প্যাভিলিয়নসহ ১৪০টি স্টল থাকবে। এ ছাড়া ১৩টি দেশের ৫০ জন বিদেশি এক্সিবিউটরও থাকবেন। ২০-২২ এপ্রিল সপ্তমবারের মতো এই মেলা আয়োজন করা হচ্ছে। মেলায় ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, বিমান সংস্থা, স্থানীয় ও আন্তর্জাতিক হোটেল, রিসোর্ট, ব্যাংক, মুক্তিযুদ্ধ জাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ সংশ্লিষ্ট পর্যটন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। বিদেশি অংশগ্রহণের মধ্যে নেপালের জাতীয় পর্যটন সংস্থা নেপাল ট্যুরিজম বোর্ড, নেপাল অ্যাসোসিয়েশন অব ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্টস (নাটা), টুরিজম অথরিটি অব থাইল্যান্ড, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার পর্যটন মন্ত্রণালয় অংশগ্রহণ করবে। এ ছাড়া ভুটান, নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মিয়ানমার, দুবাই, ফিলিপাইন, আসাম, তুরস্ক, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশ্যা, কাশ্মীর ও ত্রিপুরার শীর্ষস্থানীয় ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্ট তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটনমন্ত্রী শ্রী গৌতম দেব, ত্রিপুরার প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী এ কে ভট্টাচার্য। এ ছাড়া দর্শনার্থীদের জন্য প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত দেশীয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। মেলার প্রবেশ ফি ৩০ টাকা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলা উপলক্ষে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে ইউএস-বাংলা এয়ারলাইনস অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটে আকর্ষণীয় মূল্য ছাড় ঘোষণা করেছে। টিকিটের এ মূল্য ছাড় সুবিধা শুধু মেলার স্টল থেকেই পাওয়া যাবে। অফারের মধ্যে রয়েছে ঢাকা-ব্যাংকক-ঢাকা ১৯ হাজার টাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ১৮ হাজার ৯০০ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ২২ হাজার ৫০০ টাকা, ঢাকা-কাঠমাণ্ডু-ঢাকা ১৪ হাজার ৫০০। এ ছাড়া ঢাকা-কুয়ালালামপুর ও সিঙ্গাপুর-ঢাকা একত্রে ২৪ হাজার ২২৫ টাকার স্পেশাল ভাড়া নির্ধারণ করা হয়েছে। ঢাকা-কলকাতা-ঢাকা ও যেকোনো অভ্যন্তরীণ রুটে নির্ধারিত ভাড়ার ওপর ১৫ শতাংশ মূল্য ছাড় ঘোষণা করেছে ইউএ-বাংলা এয়ারলাইনস। মেলা থেকে ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর রুটে টিকিট সংগ্রহ করলে ৩০ কেজি লাগেজ সুবিধাও প্রদান করা হবে। মেলা থেকে টিকিট ক্রয় করলে ২০ এপ্রিল থেকে ২০ জুনের মধ্যে ভ্রমণ করা যাবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১২

রিফাত হোসেন বলেছেন: পর্যটন মেলায়, বাস-ট্রেন-শিপের কিছু নাই বাংলাদেশের পক্ষ থেকে! ?

এটা কি বাংলাদেশের অর্থনীতির মঙ্গল কামনা করে নাকি এর জন্য নাকি বিদেশীদের জন্য !

বাংলাদেশের শতকরা কতজন প্লেনে বেড়াতে যায়! আর বিপরীত দিকে বাস-ট্রেন এ কতটুকু?


-............ কিছু বললাম না। X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.