![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন থেকে শতভাগ পেনশন সমর্পনকারী সরকারি চাকরিজীবীরাও ‘বাংলা নববর্ষ ভাতা’ পাবেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১৪২৪ বঙ্গাব্দ থেকে তারা এ ভাতা প্রাপ্য হবেন। প্রজ্ঞাপণে বলা হয়েছে, সরকার জাতীয় বেতন স্কেল-২০১৫ এর আওতাভুক্ত সকল সামরিক/বেসামরিক মাসিক নীট পেনশন গ্রহণকারী ও আজীবন পারিবারিক পেনশন ভোগকারীদের মত শতভাগ পেনশন সমর্পনকারী কর্মচারীদের জন্য ‘বাংলা নববর্ষ ভাতা’ প্রবর্তনের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিদ্ধান্তের বিষয়ে বলা হয়েছে, শতভাগ পেনশন সমর্পনকারী কর্মচারীরা পেনশন সমর্পন না করলে যে পরিমাণ নীট পেনশন প্রাপ্য হতেন তার ২০ শতাংশ হারে ‘বাংলা নববর্ষ ভাতা’ প্রাপ্য হবেন এবং ১৪২৪ বঙ্গাব্দ থেকে তারা এ ভাতা প্রাপ্য হবেন। উল্লেখ্য, এর আগে এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একটি সরকারি আদেশে অনুমোদন দেওয়ার পর তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতির জন্য পাঠানো হলে তিনিও তাতে অনুমোদন দিয়েছেন। এরপরই এই প্রজ্ঞাপণ জারি করা হল। পেনশনে যাওয়া চাকরিজীবীরা বছরে দু’টি করে উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা পেয়ে আসছেন। গত বছর থেকে সরকার নববর্ষ ভাতা চালু করে। তবে যে সব চাকরিজীবী শতভাগ পেনশন সমর্পন করেছেন তারা নববর্ষ ভাতা পেতেন না। এ প্রজ্ঞাপণ জারির ফলে এখন তারা নববর্ষের ভাতা পাবেন। অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জন্য এটা অবশ্যই একটা ভালো খবর।
২| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৫
মুরশীদ বলেছেন: পেনশনভোগীদের জন্য ভাল খবর
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৩
খায়রুল আহসান বলেছেন: শতভাগ পেনশন সমর্পনকারী সরকারি চাকরিজীবের জন্য নিশ্চয়ই এটা একটা সুখবর। সরকারের এ মহানুভবতায় অনেকেই উপকৃত হবেন বলে আশা করি। এজন্য সরকার বাহাদুরকে সাধুবাদ, আর খবরটি এই ব্লগের সবাইকে জানানোর জন্য আপনাকেও জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।