![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চীনের কাছ থেকে ছয়টি নতুন জাহাজ ক্রয় করা হচ্ছে। ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বহরে জাহাজগুলো যুক্ত হবে। ছয়টি জাহাজের মধ্যে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার এবং তিনটি বাল্ক ক্যারিয়ার। প্রতিটির ধারণ ক্ষমতা ৩৯ হাজার ডেড ওয়েট টন (ডিডব্লিউটি)। জাহাজগুলো চীনের জিয়াংশু প্রদেশের ওয়াই জেড জে শিপইয়ার্ডে নির্মাণাধীন। চায়না ন্যাশনাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট মেশিনারিজ করপোরেশন (সিএমসি) থেকে ছয়টি জাহাজ ক্রয়ে ১ হাজার ৮৪৩ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে চীন সরকারের কাছ থেকে ঋণ বাবদ পাওয়া যাবে ১ হাজার ৪৪৮ কোটি টাকা এবং বিএসসি’র নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে ৩৯৫ কোটি টাকা। প্রসঙ্গত, অয়েল ট্যাংকার দিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিশোধিত আমদানিকৃত তেল পরিবহন করা হবে। বাল্ক ক্যারিয়ারে খোলা পণ্য, সারসহ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা পরিবহন করা হবে।
উল্লেখ্য, ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারের সময়ে শুরু হয় বিএসসির যাত্রা। করপোরেশন প্রতিষ্ঠার পর থেকে এ যাবত সর্বমোট ৩৮টি জাহাজ সংগ্রহ করা হয়েছে। বর্তমান বিএসসি’র বহরে ৩টি জাহাজ রয়েছে। এর মধ্যে একটি কন্টেইনার এবং দু’টি লাইটার ট্যাংকার। বিএসসির কর্মক্ষমতা বৃদ্ধির জন্য নতুন নতুন জাহাজ সংযোজন করা হচ্ছে।
২| ১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
কলাবাগান১ বলেছেন: সবাই কে হাওয়া ভবন মনে করে ...বিদ্যুত না দিয়ে খাম্বা দিয়ে যখন কমিশন পকেটে পুরেছিল, তখন কোন কথা বলে নাই এই ব্লগার...কোনভাবে উন্নয়ন হোক তা চায় না কিছু চিহ্নিত লোক। উন্নয়বের কথা শুনলেই একটা সন্দেহের বীজ ঢুকানোতে ই ব্যস্ত... দেশের লোকের মাথাপিছু আয় আজ প্রায় ১৬০০ ডলার হওয়াতে কিছু মানুষ আজ ব্যাংকক/সিংগাপুরে অবকাশ কাটাতে যায়..হাওয়া ভবন থাকলে বড় কাটরা/ছোট কাটরা দেখতে ই জান বের হয়ে যেত
৩| ১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
চাঁদগাজী বলেছেন:
@কলাবাগান১ ,
দেশে চাকুরী খোঁজেন, দেশে ১০ দিন চাকুরী করে দেখেন, আপনার কথার সুর বদলে যাবে।
৪| ১৭ ই মে, ২০১৭ রাত ৯:৪২
কলাবাগান১ বলেছেন: আপনার কি খবর...আপনি কি এখন দেশে চাকরী খুজছেন
৫| ১৮ ই মে, ২০১৭ রাত ৩:১৫
নাগরিক কবি বলেছেন: বিএসসি বিএসসি'ই। সেই ৫ বছরের বেশি হলো শুনছি। জাহাজ কিনবে, কিন্তু কোথায় কি? আরো যা ছিল তাও শেষ। জ্যোতি সৌরভ সহ বিএসসির জাহাজ এখন শুধু লাইটারিং এর জন্য।
আর চায়না মেডের জাহাজ কিনবে। খুব ভাল। এগুলোতে যে কি পরিমান ডিফিকাল্টি তা শুধু যারা চায়না মেডে কাজ করেছে। তারাই জানে।
৬| ১৮ ই মে, ২০১৭ রাত ৩:২৩
সৌমিক আহমেদ খান বলেছেন: বিএসসিতে এখন মাত্র ৩ টা জাহাজ?
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৯
ঢাকাবাসী বলেছেন: স্বাভাবিক নিয়মেই কমিশন হিসেবে কিছু লোকের পকেটগুলো ভালই ফুলবে!