নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৯

যে কোনো দেশের জন্যই বিদ্যুৎ এক বড় প্রয়োজন। বস্তুত বিদ্যুৎ ছাড়া শিল্পের বিকাশ দূরের কথা, স্বাভাবিক জীবনযাপন করাও অসম্ভব। একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের জন্য বিদ্যুৎ আরও বেশি প্রয়োজন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার যে স্বপ্ন দেখছি আমরা, সেই স্বপ্ন পূরণে বিদ্যুতের রয়েছে এক বড় ভূমিকা। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং খোদ প্রধানমন্ত্রী এই প্রকল্পের দেখভাল করছেন। নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হয়েছে ৫ হাজার ৮৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ। শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের মহাযজ্ঞ। অক্টোবরে উদ্বোধন করা হবে প্রকল্পের মূল স্থাপনার রিঅ্যাক্টিভ বিল্ডিং নির্মাণের কাজ। প্রকল্পটি শেষ হলে দুই ইউনিটের এই বিদ্যুৎ কেন্দ্র থেকে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা এ দেশের বিদ্যুৎ চাহিদার এক বিরাট অংশ পূরণ করতে সক্ষম হবে। বিদ্যুৎ খাতে বর্তমান সরকারের একটি মাস্টারপ্ল্যান রয়েছে, এই প্ল্যানের অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ সরবরাহের অন্তত ১০ শতাংশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়ার লক্ষ্য রয়েছে। আলোচ্য প্রকল্পটির কাজ শেষ হলে সেই লক্ষ্য অর্জিত হবে। তখন থাকবে আর কোন লোড শেডিং।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: দেশ উন্নয়নের মহাসড়কে।

২| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:


রাশিয়ান টেকনোলোজী একদিন পারমানবিক বিস্ফোরণ ঘটাবে বাংলাদেশে, ওদের এসব টেকনোলোজী ভালো নয়।

৩| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৫

নতুন বলেছেন: ভাই বিশ্ব এখন রিনিউএবল এনাজি`র দিকে যাচ্ছে....

কিছু দিন পরে নতুন কোন পারমানবিক প্লান্ট কোন সভ্য দেশের মানুষ বানাবেনা।

আপনাকে ঐ পারমানবিক পাউয়ার প্লান্টের পাশে বদলি করে দেওয়া হ্উক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.