![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারপর তারা দুজন পান করতে বসে ভাঙা খাটে,
দেশীয় পানীয়'র বোতলে ডুবে ছিলো আমাদের প্রচলিত মহাদেশ,
মৌমিতা, তুমি খুলে দাও গোমুখী ধারার মুখ।
রাজনীতিবিদদের মতো এঁটে থাকে ওদের জামা,
সেলফের প্রথম তিনটি স্তরে সাজিয়ে রাখা মলাটবন্দী কিছু মানুষ-
হাস্যকরভাবে তাকিয়ে থাকে, যেনো বাঙালী জনগন!
তরলধারায় পূর্ণতা পায় গেলাসের অর্ধেকটা,
মৌমিতা, তুমিই প্রথম পান করো মন্ত্রীপরিষদের রক্ত।
সে রাতে আমরা ভ্যাম্পায়ার হয়ে যাই,
গেলাস ভর্তি পান করি নিজেদের চোখ,
মৌমিতার বুক পান করে ছেলেটি, (স্বাধীনতার উদযাপন স্বরুপ।)
ওদের গেলাসগুলোতে গণতন্ত্র ছিলো,
মৌমিতার খোলা চুলে লুকিয়ে থাকে সাংসদীয় আইন,
এবং আঁটো ব্রেসিয়ারে চেপে রাখা অধিকার।
মধ্যরাতে একটি কবিতা লেখা হয়,
শেষরাতে ডুবে যায় চাঁদ,
সকালের রোদ নেমে আসে পাশবিক ঔজ্জ্বল্য নিয়ে।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২২
সিফাত ও তার কবিতা বলেছেন: ধন্যবাদ ভাই। পাশে থাকুন।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার সুন্দর কবিতা
শুভ ব্লগিং