![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন আমার চোখ খুলে যায়, হ্যাঁ আমার চোখ!
খুঁজে পাই মগজে ভ্রমণরত একজন কৈশোরুত্তীর্ণ মেয়ে,
সে ছবি আঁকে, মানুষের, ঈশ্বরের, শয়তানের।
পাখনায় ভর করে উড়ে যায় কিছু মানুষ
পৃথিবী ছিলো যাদের নিকট জ্বলন্ত উনুন,
আমি তাদের দেখি এবং দুঃখ পোষণ করি,
আসলে নিজের জন্য,
এবং, তাঁদের জন্য গোপন শুভ কামনা।
ঈশ্বরকে দেখি বসে থাকেন গাল ধরে, বিষন্ন!
দুঃখ হয় আমার,
ঈশ্বর আর পূর্বের ন্যায় প্রভাবশালী ব্যাক্তি নন,
তিনি প্রায়শই তাঁর লোকজন নিয়ে পকাশ্যে
নেমে পড়েন তদবীর বাণিজ্যে।
শুধু যখন দেখি শয়তানের ছবি, হাসি পায়!
প্রচন্ড হাসি পায় কৌতুকে,
এ আসলে আমাদের রাষ্ট্রযন্ত্রের সাদাকালো ছবি,
প্রতিদিন যে আমাদের ঠকিয়ে যাচ্ছে, এবং-
প্ররোচনা দিচ্ছে এই নরকেই বেঁচে থাকতে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৮
সিফাত ও তার কবিতা বলেছেন: ভালোবাসা।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল