![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কংক্রীটের বনে জোৎস্না নামলে শোকাহত হয়ে ওঠে বাকী রাতটুকু!
উপত্যকায় বোসে চুপচাপ ক্যাম্পফায়ারের আঁচ নিতে নিতে ডুবে যাই,
এক পলকা নিঃশ্বাস খুঁজতে বেরিয়ে পড়ি আমি,
বিশুদ্ধ এবং স্বস্তির।
রুদ্ধদ্বারে ছবি ভাসে কার?
রুদ্ধশ্বাসে ছোটে কে পেছনে?
আমি কে?
খুঁজতে গিয়ে গুলিয়ে ফেলি ভাবনা!
জানালায় হলুদ আলো-
জানালায় সাদা আলো-
আলো নেই জানালায়, কালো।
প্রিয় নগরাংশে রাত পেরিয়ে গ্যাছে
নারকীয় একটি দিন চলে আসে ব্যাস্ততার,
স্নিগ্ধ সকালে আপনি থেকে গেলে
সমুদ্র হয়ে যেতো আজ সকালের শিশিরগুলো।
একটি সূর্য ওঠে আপনাদের নিয়ন মাঠে
একটি সূর্য আমাকে পোড়ায়,
এবং প্রাতকালীন বিষন্নতার উদ্রেক করে।
আমি আপনার হাত ছুঁয়ে আরো কিছুটা বিষাদী হতে চেয়েছিলাম,
আপনার হাত ছেড়ে দিয়ে হতে চেয়েছিলাম দোজখমুখী,
স্বর্গীয় পতিতালয়ের চেয়ে বরং আপনার চোখগুলো'ই
আমাকে বেশী টানে, রাঙা দি।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৩
সিফাত ও তার কবিতা বলেছেন: ভালো আমার কাছেও লাগে না!!
৩| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৮
রুদ্র জাহেদ বলেছেন: স্বর্গীয় পতিতালয়ের চেয়ে বরং আপনার চোখগুলো'ই
আমাকে বেশী টানে, রাঙা দি।
বাহ!এই দুটি লাইন বেশি ভাল্লাগছে এই কবিতার
চালিয়ে যান
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৮
ভারসাম্য বলেছেন: জটিল কবিতা! অনেক ভাল লাগার মত একটা কবিতা, কিন্তু কবিতা এখন আর ভাল লাগে না আমার কাছে।
++++++