![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে একটা রাজনৈতিক আশ্রয়
চায়ের কাপে এক চামচ ক্ষোভ,
"দুই বেডি এইবার গদি ছাড়ুক!"
বলে ক্ষেপে ওঠে সোলমান মিয়া।
সন্ধ্যায় ধানক্ষেতে অন্ধকার,
অন্ধকারে একটি জীর্ণ কুকুর
পাঁজরে গ্রামগুলোর বিবর্ণ মুখ,
চায়ের দোকানে বিড়ির মেঘ।
শহরের উপকন্ঠ, ক'টা বখাটে,
চায়ের কাপে তুড়ি মেরে পান করে
কোচিং ফেরত মেয়ের চোখ।
হাইওয়ে, দুটো দুটো হেডলাইট,
অনেক অনেক যাত্রী,
চা দোকানীর ক্ষিপ্রতম ব্যাস্ততা।
২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০২
সিফাত ও তার কবিতা বলেছেন: ভালোবাসা নিন। শুভ কামনা।
২| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৯
আদরসারািদন বলেছেন: উপস্থাপনা সুন্দর ছিল
২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০২
সিফাত ও তার কবিতা বলেছেন: শুভ কামনা ও ভালোবাসা।
৩| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৩
মুসাফির নামা বলেছেন: ভাললাগা রইল।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম
ভাল লাগল