![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মানুষ জেনেছিলো
কান্নায় দুঃখ কমে,
মৌনতা শিখে নেয়া একটি পৃথিবী
নতুন করে কাঁদতে শিখেনি।
****
পৃথিবীর দীর্ঘতম ভ্রমনের নাম
বেঁচে থাকা,
পয়সা উল্টালেই জীবন্ত চিতা
জ্বলে জ্বলে ওঠে নরকাগ্নি।
***
একটি স্পর্শ অনুভবের গভীরে
অনুভবে আসেনি তোমার অঙ্গুরি
আলো আধার রাতে
আধার আমি একা পোহাই।
****
পৃথিবী শীতল হবে একদিন
তোমার মমির পূজো দিতে
জেগে উঠবো। সমুদ্রস্নানে-
পূণ্যবান হোক আমাদের ফসিল।
২| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৫
রাজসোহান বলেছেন: মুগ্ধতা রইলো।
৩| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ। মুগ্ধতা।
৪| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৬
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
৫| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫১
রিপি বলেছেন:
একটি স্পর্শ অনুভবের গভীরে
অনুভবে আসেনি তোমার অঙ্গুরি
আলো আধার রাতে
আধার আমি একা পোহাই।
বাহ! চমৎকার।
৬| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১২
মোস্তফা সোহেল বলেছেন: পৃথিবীর দীর্ঘতম ভ্রমনের নাম
বেঁচে থাকা
খুব সুন্দর বলেছেন
৭| ২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০১
সিফাত ও তার কবিতা বলেছেন: আপ্লুত... ভালোবাসা জানবেন...
সবাইকে সশ্রদ্ধ ভালোবাসা....
৮| ২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২০
বিজন রয় বলেছেন: অনুভবে, পরশে, স্পর্শে।
খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৩
মাহবুবুল আজাদ বলেছেন: দুর্দান্ত লেখা।। অনেক অনেক ভাল লাগা রইল