![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিমেট্রিতে সিনথেটিক ফুল,
প্লাস্টিকের সবুজ পাতা ধরে রাখে ভালোবাসার ফসিল।
শিশুটি বেড়ে ওঠে একা একা,
হামাগুড়ি দ্যায় এবং একদা হেঁটে চলে মৃত্যুর পথে,
আপনি ভৌগলিক সীমারেখাকে একটি জেল ভাবতে পারেন-
যেখানে বন্দীদশায় বেড়ে ওঠে শিশুটি।
একটি প্রাচীন আদেশ আপনাকে পঙ্গু করে রাখে
আমার মুখে সেলাই-
চোখ বাঁধা আপনার কালো কাপড়ে।
২| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৮
কথাকথিকেথিকথন বলেছেন: বাস্তব নিয়ে লেখা । ভাল লেগেছে ।