![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক প্যাকেট সংকল্প নিয়ে আমরা পথে বসি।
ঝুলন্ত ব্যারিকেড পেরিয়ে যেহেতু সময়কে
আমরা ডিঙাতে পারছিনা, সুতরাং কথা বলুন।
অন্ধ সেন্সরী নিউরোন থেকে একটা অনভূতি
নিয়মিত চাঁদকে চাঁদ এবং
মদকে জল হিসেবে পরিচিত করে।
তারপর যখন চাঁদ ছিলো খুঁটির পেছনে,
একটি সময়ে মোড়ানো যন্ত্রনা এসে
জোৎস্নার মৃদু আলোকে কোরে তোলে উষ্ণ
এবং মৃদু বাতাসে জ্বালা করে চোখ।
তবু মহাকালের অসীম পথে চলতে-
থাকে আমাদের সসীম পদযাত্রা,
একটি রঙিন সমুদ্রের খোঁজে।
২২ শে জুন, ২০১৬ সকাল ৯:১৩
সিফাত ও তার কবিতা বলেছেন: শুভ কামনা আপনার জন্য।।
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৬ দুপুর ২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হইছে