![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাদের রঙ করা শহরে-
ফিনিক্সগুলো পুড়ছে সংরক্ষিত বাগানে। আমরা পেরিয়ে যাই দূরুহ ক্রান্তিকাল জীবনের। আগুন জ্বলছে- আগুন! পুনর্জন্মের অপেক্ষায় পুড়ছে ফিনিক্স পাখিরা। পাশাপাশি চলে মৃত্যু এবং চাকা। পলিশ করা পাথরের পথে মৃত্যুর ট্র্যাপ।
এবং, নিশ্চয়ই একদিন জেগে উঠবে একদল বিপ্লবী ফিনিক্স।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২০
কালীদাস বলেছেন:

এবং, নিশ্চয়ই একদিন জেগে উঠবে একদল বিপ্লবী ফিনিক্স।
কড়া। চমৎকার