![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের অস্থির ঠিকানাগুলা সহসা বদলায়
কিংবা তোমার পাশে বসা পাম গাছগুলোর প্রস্থানজনিত আক্ষেপ,
আর তারপর আকাশ লাল হয় এবং জল।
প্রান্তিক পাখিগুলো বিবর্ণ পাহাড়ে একা থাকে কার্যত
অথবা দৈব কোন ডাক, কিংবা ডাক নয়, স্লোগান
তিক্ত বায়ুতে চোখ জ্বলে উঠে, কখনোবা ভীতু সেজে থাকা-
ডুব-সাঁতারে ক্লান্ত পানকৌড়ি একা ভাসে,
কিংবা কষ্টের উড়াল দ্যায় বিপন্ন পাখা এবং হৃদপিন্ডে ভর দিয়ে।
একা নও তুমি আপাতলক্ষণে যেহেতু-
পেস্ট্রিকেক তোমার পুরনো প্রেমিকের নাম ল্যাখেনা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪১
সিফাত ও তার কবিতা বলেছেন: আমরা উচ্চারণ করি ল্যাখা।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৭
ধ্রুবক আলো বলেছেন: লেখাটা সুন্দর লিখেছেন, ভালো লাগলো, অভিনন্দন,
শুভ কামনা,..,.
ল্যাখেনা। না হয়ে হবে 'লেখেনা' একটু চেক করে নিবেন, ধন্যবাদ!!