![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছড়িয়ে পড়া দীর্ঘ ইতিহাসে আমাদের প্রতিফলন,
চলে গ্যাছে যারা মিল্কিওয়ের বাহির পথে
স্পর্শানুভূতি ছড়ায় কোথায়? ইতিহাস দৃশ্যকল্প নির্মাণ করে
আমাদের অনুজ্জ্বল চামড়ার নিচে।
ম্যাসেজ অপশনে সুড়সুড়ি দিয়ে মেঘে ওড়াল দ্যায়,
আমাদের দীর্ঘ নীরব সময়।
এলামেলো পার্কিং করা গাড়ীগুলা সুনির্দিষ্ট অতীত,
কাকের মতো উড়ে গ্যছে যারা প্রয়োজনমতো, সন্ধানী চোখে নিয়ে বিষ্ফোরন।
ফ্রীস্টাইল গ্রীন সিগন্যাল মেলে রাখে আগত সময়
অসংখ্য পথের ধারে পুঁঁতে রাখা সাদাকালো রোড ইন্ডিকেটর।
২| ০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
ধ্রুবক আলো বলেছেন: কবিতা খুব ভালো লাগলো
শেষের লাইন দুটো বেশি ভালো ছিলো।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৭
সিফাত ও তার কবিতা বলেছেন: ভালোবাসা ও নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
মুহাম্মদ তাজরিয়ান আলম আয়াজ বলেছেন: স্পর্শানুভূতি ছড়ায় কোথায়? ইতিহাস দৃশ্যকল্প নির্মাণ করে
আমাদের অনুজ্জ্বল চামড়ার নিচে।[/sb
লাইন দুটো চমৎকার লাগল!