![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখলাম দোতালা বাস ছুঁয়ে গেলো পরগাছা অর্কিড। সাধারণত আমি সিগারেট খেতে থাকি। দাঁড়িয়ে দেখি বাস গাছ ছুঁয়ে যায়, পাতাগুলা নড়ে দেখি। এইরকমভাবে দীর্ঘদিন দেখতে থাকতেছি। দোতালা বাসের অর্কিড ছুঁয়ে যাওয়া দেখাটা নতুন ছিলো। একটা পুরনো নিয়মের ভিতরে হারায় যাওয়া নতুন কিছু দেখতে লাগছিলাম।
তাঁরে সরানো যায়না কোনক্রমে। ক্রমশ বরং দখল হইতেছি। সে না চাইলেও হয়তো দখল হচ্ছি তার দ্বারা। এক রকম হাওয়া যেইটা কিনা বিষাদময় ছিলো, তার কাছে, সেইটার হাওয়া কিংবা এইরকম কিছু যা প্রভাব বিস্তার করে, তা আমার কাছে আসে। একরকমের বিষাদগ্রস্ততা আমারেও ভর করে। তখন আমার কিছু করার থাকেনা। সিগারেট টিগারেট খাই। নেশা করি। দাঁড়ায় থাকি রাস্তায়, গাছ বাস অর্কিড ইত্যাদির সমন্বিত ঘটনাবলী চোখে পড়ে
২| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০২
ফয়সাল রকি বলেছেন: রোমাঞ্চকর পৃথিবী!
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৯
রাজীব নুর বলেছেন: হুম।