নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সহজ ভাবে বুঝতে ও বোঝাতে চাই

আমি হিটলার বলছি

আমি হিটলার বলছি › বিস্তারিত পোস্টঃ

ইসলামের দাবীদারদের বলছি " ইসলামী আচারন করুন "

০৭ ই মে, ২০১৩ রাত ১১:৫৭

সরকারের পর্যায় ক্রমিক উল্লেখযোগ্য কিছু ব্যার্থতা , বিরোধী দলের উপর চাপ প্রয়োগ এবং এর প্রতিক্রিয়া স্বরূপ বিরোধী দল গুলোর সহিংস আন্দোলন আজ যখন বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশ বিষিয়ে তুলেছে ঠিক তখন গণজাগরণ ও ইসলামী জাগরণ নামে চলছে আরও দুটি অরাজনৈতিক আন্দোলন যা রাজনীতিবিদদের জন্য হয়েছে নতুন হাতিয়ার স্বরূপ ।



শাঁহাবাগের গণজাগরণ নিয়ে আমার আর কিছু বলার দরকার নেই । কারন আমরা খুব ভাল করে জানি ঐখানে কারা আছে , তারা কি করছে , কার মদদে করছে , তাদের দাবি গুলো আদেও যৌক্তিক কি না ? ইত্যাদি ইত্যাদি............এসব নিয়ে আর কিছু বলার নেই ।



আজ বলব ইসলামী জাগরণ নিয়ে । গতমাসে আমরা দেখলাম হেফাজতে ইসলামের নেতৃত্বে হয়ে গেলো বিশাল ইসলামী সমাবেশ । যেখানে কোন আনন্দ উপভোগের ব্যাবস্থা ও অন্য কোন লোভ দেখানোর ব্যাবস্থা না থাকলেও জনগনের উপস্থিতি ছিল সত্যি অবিশ্বাস্য । যাই হোক আগের বারের মত এবার ও সরকারের নানা বাধা সত্ত্বেও পূর্ব ঘোষণা অনুযায়ী গত ৫-ই মে আবার ঢাকা অবরোধ করা হলো । তিনাদের দাবি ইতিমধ্যে ১৩ টি দফায় তিনারা উল্লেখ করেছেন এবং তিনারা ইসলামী পরিবেশ হেফাজত করার চেষ্টা করছেন ( তিনাদের দাবি অনুযায়ী ) ।



কিন্তু অন্য দিকে সম্মেলিত ওলামা-মাশায়েখ পরিষদ সহ তাদের সমর্থকরা বলছেন অন্য কথা । সম্মেলিত ওলামা-মাশায়েখ পরিষদ সহ তাদের সমর্থকদের মতে হেফাজতের দাবি কোন ভাবেই ইসলাম সম্মত নয় । তাদের মতে হেফাজতের ১৩ দফা মানলে নাকি দেশের ১৩ টা বেজে যাবে ।



এখন দুটি দল এবং উভয়ই ইসলামের দাবিদার । এরূপ পরিস্থিতিতে আমরা সাধারণ মুসলমান কাদের কথা বিশ্বাস করব , কাদের সমর্থন দিবো ।



আমাদের সাধারণদের উচিৎ আলেমদের সসন্মান করা , তাহলে একজন আলেমের অন্য আলেমকে কি ভাবে সন্মান করা উচিৎ ? কিন্তু আপনারা বর্তমান যে ভাবে একে অন্যকে আক্রমণ করছেন তাতে আমরা রীতিমত হতবাক ! ঠিক আছে আপনাদের মাঝে মতভেদ থাকতেই পারে , কিন্তু এই মতভেদ দূর করার জন্য ইসলাম আপনাদের কি পন্থা অবলম্বনের নির্দেশ দেয় ? আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যে আপনারা পরামর্শের কথা বেমালুম ভুলে গেলেন । সংকট নিরসনে পরামর্শকে উপেক্ষা করলেন ? সংকটকালীন মুহুর্তে বা মতভেদে আলেমরা সমস্যা নিরসনে পরামর্শ করবে , এ কথা ভুলে আপনারা রাজনৈতিক দল গুলোর মত কাদা ছুড়া ছুড়ি শুরু করলেন ? হেফাজতে ইসলাম একটা বিষয় নিয়ে আন্দোলন করছে কিন্তু সম্মেলিত ওলামা-মাশায়েখ পরিষদ সহ তাদের সমর্থকরা তার সাথে একমত নন , বুঝলাম । কিন্তু এরূপ পরিস্থিতিতে একজন আলেম বা আলেমদের সংগঠন কি করবে ?



কাদা ছুড়বে ?



সম্মেলিত ওলামা-মাশায়েখ পরিষদ সহ তাদের সমর্থকদের কি উচিৎ ছিল না হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সাথে সরাসরি দেখা করা এবং তারা আল-কোরআন এর কোন অংশের ভিত্তিতে আন্দোলন করছে তা জানতে চাওয়া ? হেফাজতে ইসলাম তো কোন আওয়ামী বা বি এন পির মত দল নয় যে তারা আপনাদের অপমান করত বা কোরআন - হাদিসের আলোকে বলা সত্ত্বেও আপনাদের অগ্রাহ্য করত । তারা আপনাদের মতই আলেম , তারা জানে অন্য আলেমকে কি ভাবে ইজ্জত করতে হয় । আপনারা একজায়গায় বসলে হয়তো এরূপ সঙ্কটে ইসলাম আসলে কি করতে বলে সে সম্পর্কে একটা পরিষ্কার সিদ্ধান্ত বেরিয়ে আসত । কিন্তু আপনারা তা করলেন না । আজ যখন হেফাজত কর্মীরা দমন অভিযানের শিকার হচ্ছে , আলেমগণকে বেইজ্জতি করা হচ্ছে তখন ও আপনারা দূর থেকে দেখেই গেলেন । মনে প্রশ্ন জাগে , একজন আলেম হয়ে আরেক জন আলেমের বেইজ্জতি কি ভাবে সহ্য করেন ?



আপনাদের প্রতি অনুরোধ দ্রুত এক হয়ে বর্তমান সংকট নিরসনের জন্য পরামর্শ করুন । ফালতু রাজনীতিবিদদের মত দূর থেকে কাদা ছুড়াছুড়ি বন্ধ করুন । আপনারা উভয়ই ইসলামের দাবীদার সুতরাং ইসলামী আচরণ করুন ।



যেহেতু আপনারা আলেম সেহেতু আপনারা জানেন ইসলামের দাবি নিয়ে ভণ্ডামি করলে আল্লাহ তার জন্য পরকালে কি শাস্তি রেখেছেন । সুতরাং পরামর্শে বসুন , ইসলামী আচারন করুন ।



=========================================

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.