![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘটনা - ১
সকাল সকাল নিজের কাজে বাজারে গেলাম , গিয়ে দেখলাম বাজারে নিয়মিত মানুষ গুলোর উপস্থিতি কম , অনেক নতুন মুখ দেখলাম যাদের সচারচার এসময় বাজারে দেখা যায় না । বুঝলাম , নির্বাচন প্রভাব !!! যাই হোক নিজের কাজে মন দিলাম এবং বাজার সংলগ্ন নির্বাচন কেন্দ্রের খবরাখবর নিতে থাকলাম । ঘণ্টা ২-৩ পর আমার এক দাদু আমার সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল । দাদুকে দেখে আমি এগিয়ে গিয়ে সালাম দিলাম , দাদু চলন্ত অবস্থায় আমার সালামের উত্তর দিলেন তারপর আমাকে বললেন -------------
দাদু :- ঐ ভোট দিছিস ?
আমি :- না দাদু । আমি তো এখনও ভোটার হই নাই ।
দাদু :- কি কইস , তুই এখনও ভোটার হইস নাই ক্যান ?
আমি :- রেজিস্ট্রেশন হয়ে গেছে তবে আই ডি টা হাতে পাই নাই ।
দাদু :- তাইলে তোর নামতো লিস্টে আসার কথা । তোর আব্বা ভোট দিছে ? ওহ্হ তোর আব্বা তো অসুস্থ , তোর কাছে তোর আব্বার ভোটার আই ডি আছে ?
আমি :- না ।
দাদু :- আই ডি নম্বরটা মুখস্ত আছে ?
আমি :- না , ও কে মুখস্ত রাখে । কেন দাদু , নম্বর দিয়ে কি হবে ?
দাদু :- ভোট নষ্ট করে লাভ আছে ? নম্বরটা হলে ভোটটা দিয়ে দেওয়া যেত ।
আমি :- আব্বুরে ছাড়া ? কিভাবে ?
দাদু :- ও সিস্টেম আছে , তুই পারলে নাম্বারটা যোগাড় কর ।
( দাদুর প্রস্থান )
আমাদের সামনের চায়ের দোকানদার এতক্ষণ আমাদের কথা শুনছিল দাদু চলে যাবার পর আমি বেবোদের মত তার দিকে তাকালাম সে আমার দিকে তাকিয়ে শুধু একটি অর্থপূর্ণ হাসি দিলো । উল্লেখ্য দাদুর ভাই আমাদের আসনে এবার আওয়ামীলীগের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী ।
ঘটনা - ২
উপরের ঘটনাটির কিছুক্ষণ পর আমার এক বন্ধু ফোন দিল ---------
বন্ধু :- কিরে , কি খবর ?
আমি :- এই আছি ভাল , তোর খবর কি ?
বন্ধু :- আরে তোর খবর কে জিগায়ছে , এলাকার ভোটের খবর ক ।
আমি :- ছালে , কুত্তে ( হিন্দি বলার চেষ্টা করেছিলাম আর কি ) ।
বন্ধু :- হা হা হা হা............
আমি :- লোক সমাগম কম । লোকজন আসতেছে না লীগের লোকের কাছেই শুনলাম । ভোট বেশি পড়বে না ।
বন্ধু :- তুই ভোট দিতে গেছিলি ( স্বহাস্যে ) ?
আমি :- আরে ভোটারই হতে পারলাম না .........
বন্ধু :- ভোট দিতে গেলে ভোটার হওয়া লাগে তোরে কইছে কে ? কেন্দ্রের চারপাশে যারা আছে ওদের যাইয়ে খালি ক ভোট দেব , দেখবি তুই ভোটার হয়ে গেছিস ।
আমি :- হ , মামু বাড়ির আবদার না ?
বন্ধু :- তুই যা না , আমাদের এইখানে ক্লাস সেভেন - এইটের পুলাপান ভোট দিয়ে আসতেছে আর তুই পারবি না ?
আমি :- অবশ্য আমার এক দাদু ও আমারে এক সিস্টেমের কথা বলে গেছে , শালা আজব কাহিনী তো । তোদের ঐখানে কোন গ্যাঞ্জাম হইছে নাকি ?
বন্ধু :- নাহ্ , শুধু ওরা ওরাই লাফায় বেড়াচ্ছে ।
আমি :- বেএএএশ ......... ( এর পর আমরা আরও কিছুক্ষণ গাল গপ্প করলাম )
ঘটনা - ৩
সবাই শুধু আমার খবর নিচ্ছে কিন্তু আমি কারো খবর তো নিলাম না , তাই এক দাদা কে জিজ্ঞেস করলাম --------
আমি :- দাদা ভোট দিছেন ?
দাদা :- খায়ে কাম নাই , বিপদে পড়ি আর কি ।
আমি :- কেন , বিপদ কিসের ?
দাদা :- হ , আমি ভোট দিতি যাই আর আমারে ধরে বলুক এই নামে তো ভোট দেওয়া হয়ে গেছে তুই কিডা । যা সুনতিছি আমার আর ভোট দিতি যাওয়া লাগবে নানে ওরাই আমার ভোট দিয়ে দেবেনে ।
আমি :- ওরা যদি আপনার ভোট দিয়ে দেয় সমস্যা কি আপনি আরেক জনের ভোট দিয়ে দেবেন ।
দাদা :- কি দরকার ভাই ঝামেলা দিয়ে , ভোটটা যখন কোন কাজেই লাগবে নানে শুধু শুধু দিয়ে কি লাভ ?
( এর পর এই নিয়ে আরেকটু গ্যাজালাম তার পর আমাদের কাজের আলোচনা করলাম )
আমাদের এখানের শেষ খবর হোল ভোটারের সংখ্যা হাজারে থাকলেও ভোট পড়েছে শ'তে । আমার দাদুর ভাই হেরে গেছে তবে তিনি আমাদের কেন্দ্রে জিতেছিলেন ৭০০ - ২০০ তে
। সারাদিনে নির্বাচন পন্থীদের এই নির্বাচন নিয়ে যখন দৌড়ঝাঁপ করতে দেখলাম তখন উপরের ঘটনা গুলো মনে করে ভাবলাম যাক দিনখানা যথেষ্ট বিনোদনপূর্ণ হইয়াছে
। আর সব থেকে বিনোদন পাইছি যখন টেলিভিশনে দেখলাম কেউ কেউ বলিতেছে এই নির্বাচন তার দেখা এ যাবত কালের সেরা নির্বাচন । এক মন্ত্রি তো বলেই ফেললো এই নির্বাচন নাকি দেশে-বিদেশে সকলের কাছে গ্রহণযোগ্য হইছে । ভাবলাম যাক ভাল খবর , দিন শেষে আরও একটু বিনোদন পাইলাম ।
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩
আমি হিটলার বলছি বলেছেন:
২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১২
অপ্রচলিত বলেছেন: হিটলারের কাছ থেকে শোনা নির্বাচন বচন।
দিন শেষে আরও একটু বিনোদন পাইলাম ।
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫
আমি হিটলার বলছি বলেছেন: ধন্যবাদ , সময় নিয়ে পড়ার জন্য ।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৫
মুহসিন বলেছেন: যা সুনতিছি আমার আর ভোট দিতি যাওয়া লাগবে নানে ওরাই আমার ভোট দিয়ে দেবেনে ।
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬
আমি হিটলার বলছি বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১০
উপপাদ্য বলেছেন: দিন শেষে আরও একটু বিনোদন পাইলাম ।

