নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সহজ ভাবে বুঝতে ও বোঝাতে চাই

আমি হিটলার বলছি

আমি হিটলার বলছি › বিস্তারিত পোস্টঃ

" আল কায়েদার কথিত অডিও বার্তায় বাংলাদেশে জিহাদের ডাক " ------ এটা চিন্তার কোন বিষয় কি'না ?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৭

সাম্প্রতি গনমাধ্যম গরম রাখা এবং আলোচিত একটি ঘটনা হোল আল-কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরির একটি অডিও বার্তা ( কথিত ) । সেখানে তিনি নিজেকে আয়মান আল জাওয়াহিরি দাবি করে ওই বক্তব্যে বাংলাদেশে " ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারীদের প্রতি জিহাদ গড়ে তোলার আহ্বান জানান ।



ঘটনা যদি সত্য হয় : /:)



তবে বলতে চাই হ্যা ইসলামপন্থীরা কিছুটা সমস্যায় আছে বটে , কিন্তু তা আমাদের আভ্যন্তরীণ সমস্যা এবং তা আমরা নিজেরাই সমাধান করতে পারব । আমাদের নিয়ে আল-কায়দার এই মেকি দরদ দেখানোর কোন প্রয়োজন নেই । আমার কেন জানি মনে হয় আল-কায়দা ইসলামের পক্ষের কোন শক্তিই নয় বরং এরা হোল সম্রাজ্যবাদের সহায়ক শক্তি । কারন সম্রাজ্যবাদিদের যখনই কোন স্থানে ঘাঁটি গেড়ে বসার দরকার হয়েছে তখনি দেখা গেছে আল-কায়দা সেখানে গিয়ে একটা অজুহাত তৈরি করে দিয়েছে আর সম্রাজ্যবাদিরা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের নামে সেখানে গিয়ে ঘাঁটি গেড়ে বসেছে ।



আমরা খুব ভালো করে জানি যে আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশ কৌশলগত কারনে কতটা গুরুত্বপূর্ণ । সুতরাং এই অঞ্চলের উপর প্রভাব বিস্তার করতে হলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করাটা ও জরুরী ।



এই মুহূর্তে বাঙ্গালীদের যদি স্বাধীনতার চেতনা , ইসলামী চেতনা , গণতন্ত্রের পক্ষ-বিপক্ষ ইত্যাদি উপকরণ দ্বারা চষে নানা মতে ভাগ করে একটি বিভেদময় পরিবেশ তৈরি করা যায় এবং সেখানে জঙ্গিবাদের বীজ বপন করে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রমান করা যায় তাহলে বাংলাদেশের উপর এই সব সম্রাজ্যবাদিদের আগ্রাসন হয়ত আমরা আর কোন ভাবেই ঠেকাতে পারব না । আর সম্রাজ্যবাদিরা ও এটাই চায় ।



এখন আমাদের নেতারা তো পূর্ব প্রস্তুতি হিসাবে জাতিকে নানা ভাগে অলরেডি ভাগ করেই ফেলেছে এখন দরকার হোল জঙ্গিবাদের বীজ ও তার আন্তর্জাতিক স্বীকৃতি আর এই কারনেই মনে হয় আয়মান আল জাওয়াহিরির বাঙ্গালী মুসলমানদের উদ্দেশ্যে এই মেকি দরদ ।



এখন ঘটনা যদি মিথ্যা হয় : X(



তাহলে কোন সন্দেহ ছাড়া এটা বলা যায় যে এটা করা হয়েছে বাংলাদেশের ইসলামপন্থীদের চাপে ফেলার জন্য । কারন তারা মনে করেছে আল-কায়দার সাথে সম্পৃক্ততার খবরে স্বাভাবিক ভাবেই জনমনে ইসলামপন্থিদের বিরুদ্ধে একটা ক্ষোভের সৃষ্টি হবে এবং তারা জন বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে । এই সুযোগে ইসলামপন্থীদের জঙ্গি প্রমান এবং তাদের বিরুদ্ধে দমন অভিযানকে বৈধতা দেওয়ার পথটা ও সুগম করা যাবে ( কিছু দিন যাবৎ ) ।



যাই হোক উপর্যুক্ত দুটি পরিস্থিতির একটিও আমাদের জন্য কাম্য নয় । কারন রাজনীতি করেন আর যাই করেন না কেন জাতিকে বিভক্ত করার ফলটা যে কত খারাপ হতে পারে তা আমাদের সিকিমকে দেখে শেখা উচিৎ । /:)/:)/:)



আল কায়েদার কথিত অডিও বার্তায় বাংলাদেশে জিহাদের ডাক...............

Click This Link



Click This Link

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:২৩

পথহারা নাবিক বলেছেন: কিছু দিন বাহিরে থাকার কারনে নেটে বস্তে পারি নাই আজকে বসে ভিডিওটি দেখলাম!! মনে হলো না অরজিনাল!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৩

আমি হিটলার বলছি বলেছেন: আমারও তাই মনে হয় । এখন দেখা যাক কি হয় ।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫১

কলাবাগান১ বলেছেন: জামাতিরা বলছে যে এই ভিডিও মিথ্যা....। তার মানে কি উনি জামাতিদের পক্ষ নিয়ে যেসব কথা বলেছেন, তা ও সত্য নয়? উনার এসব এ্যালিগেশন কে জামাতিরা সত্য বলে মানতে নারাজ (হাজার হাজার আলেম হত্যা করা হচ্ছে).....। তাহলে আর সরকারকে দোষ দিচ্ছেন কেন জামাতি ভাই রা??? আপনি যখন আলেমদেরকে মারছে, ইসলামকে ধ্বংস করে দিচ্ছে, ইত্যাদি এ্যালিগেশনে বিশ্বাস করছেন না, তাহলে কেন আর সরকারকে সমালোচনা করবেন??

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪২

আমি হিটলার বলছি বলেছেন: জামাতিরা বলছে যে এই ভিডিও মিথ্যা.... এমন কোন বক্তব্য আমি শুনি নাই । আমি যেটা শুনেছি তা হোল আল-কায়দার সাথে সম্পৃক্ততা নিয়ে তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে

যেমন , আল-কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরির এই বক্তব্যের প্রতিক্রিয়ায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব জাফরুল্লাহ খান বিবিসিকে বলেছেন, ''এই অডিও বা আল-কায়েদার সাথে আমাদের কোন সম্পর্ক নেই এবং বাংলাদেশে ইসলামী সংগঠনগুলোকে বিপদে ফেলার জন্যই এটি করা হয়েছে বলে আমাদের ধারণা। ''

এখন জামাতিরা আসলে কি চায় আশা করি সেটা পরবর্তী ঘটনা প্রবাহেই পরিষ্কার হয়ে যাবে । ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২১

জহিরুলহকবাপি বলেছেন: পোষ্টা পড়তে যেয়ে “কথিত” শব্দটা নিয়ে ঝামেলা বাধলো ।
বিশ্লেষন ধর্মী পোষ্ট । তবে কথিত শব্দটা ব্যাবহারের কারণে এক্কেবারে একপেশে হয়েছে ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১

আমি হিটলার বলছি বলেছেন: বিষয়টি আমার মতে হাস্যকর । কারন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও মায়ানমারের রোহিঙ্গাদের সাথে ঘটে যাওয়া ঘটনা গুলোকে পাশ কাটিয়ে আল-কায়দা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে উদ্বিগ্ন হবে এটা আমি মানতে পারছি না । এছাড়া বিশ্লেষকরা বলছেন, এই সময়ে বাংলাদেশ সম্পর্কে আল-কায়েদার মতো একটি সংগঠনের বক্তব্য বিস্ময়কর । এখন আমি যদি প্রকৃত ঘটনা সম্পর্কে না জেনে এটিকে সত্য বলে মেনে নিয়ে কোন মন্তব্য করি তাহলে তা কি বিভ্রান্তি ছড়াতে সাহায্য করবে না ? তাই আমি " কথিত " শব্দটি ব্যাবহার করেছি । আপনার যদি এই শব্দটি ভালো না লাগে তাহলে " কথিত " এর স্থলে " বলা হচ্ছে " শব্দটি অথবা আপনার ভালো লাগা প্রাসঙ্গিক যে কোন শব্দ ব্যাবহার করে নিতে পারেন । আমার আপত্তি নেই । B-)B-)B-)

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬

বাউন্ডুলে রুবেল বলেছেন: আল কায়েদা হোক আর বাল কায়েদা হোক, এই দেশের উপর কারো হাত কাম্য না।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১

আমি হিটলার বলছি বলেছেন: সহমত ।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৮

নতুন বলেছেন: যদি আপনার ঘরে কোন সমস্যা না থাকে তবে আমাকে কখনোই আপনার ঘরে ঢুকে মাতুব্বরী করতে দেবেন না তাইনা....

তাই এই আলকায়দা না থাকলে আমেরিকা কারুর ঘরে ঢুকতে পারবনেনা... তাই আমেরিকার প্রয়োজনেই আলকায়দার সৃস্টি...

এখন আমাদের আমলিগ আর বিএনপি/জামাত দুই দলই এত খারাপ যে তারাই এই ভিডিও বানাইছে আরেকজনের যাত্রাভঙ্গ করার জন্য...

এদের দিয়া বিশ্বাস নাই...

আমার বিশ্বাস >>

আলকায়দার সত্যিই বানাইছে সম্ভবনা ৫%

আয়ামীগীল বা বিএনপি বা জামান বানাইছে সম্ভবনা ৯৫% ;)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২০

আমি হিটলার বলছি বলেছেন: ভাই আমার তো ঐ ৫% এ ও সন্দেহ আছে । আর আমাদের রাজনৈতিক দল গুলোকে বলতে চাই , তর্কের খাতিরে মেনে নিলাম যে জঙ্গি আছে । এখন আপনার ঘরে চোর আছে এই কথা বাইরে প্রচার করলে আপনার পরিবারের ভাবমূর্তি কি নষ্ট হয় না ? ঘরের চোর ঘরের মানুষ মিলেই দমন করা ভালো নয় কি ? এতে করে পরিবেশ ও ভালো থাকে , সন্মান ও বাচে । আমাদের নিজেদের ভালোর জন্যই আমাদের এই জঙ্গি জঙ্গি খেলা বন্ধ করা উচিৎ ।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: প্রপাগান্ডা। সজাগ থাকতে হবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৫

আমি হিটলার বলছি বলেছেন: প্রপাগান্ডা ---- আমার ও তাই মনে হয় ।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪০

নতুন বলেছেন: লেখক বলেছেন: ভাই আমার তো ঐ ৫% এ ও সন্দেহ আছে ।

দেশতো ওদের কাছে ব্যবসা >>কইরা কাইটা খাইতে পারলেই তো চলে...ভাল মন্দ দেখার কি দরকার?

টাকা থাকলে নেতারা সব বিদেশে যাইয়া থাকবে...দেশের চিন্তা তারা করেনা...

সমস্যা না থাকলে নেতাদের দরকার নাই...তাই নেতারাই সমস্যা তৌরি করে...

এখন এই জঙ্গি জঙ্গি খেলায় দুই দলের লাভ হবে... ক্ষতি হবে দেশের..

দেশের মানুষ যতদিন নেতাদের লাথি দিয়া সোজা না করবে ততদিন এই সব চলতে থাকবেই... :(

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৯

আমি হিটলার বলছি বলেছেন: দেশের মানুষ যতদিন নেতাদের লাথি দিয়া সোজা না করবে ততদিন এই সব চলতে থাকবেই... ---------- সহমত ।

পূর্ববর্তী রাজনীতিবিদগণ মানুষের আবেগের দিকে লক্ষ রেখে রাজনীতি করত কিন্তু এখনের রাজনীতিবিদরা রাজনীতির জন্য আবেগময় পরিবেশ তৈরি করে নেয় । এই সমস্যা থেকে উত্তরনের জন্য আমাদেরই সতর্ক হতে হবে । তাদের বিভিন্ন প্রোপাগান্ডা যাচাই না করে যতদিন আমরা অন্ধের মত ঝাপিয়ে পড়ব ততদিন এই নোংরা রাজনীতির পর্ব শেষ হবে না ।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৭

উপপাদ্য বলেছেন: সুন্দর বিশ্লেষন করেছেন। পাশপাশি কমেন্টের জবাবও ভালোই দেয়েছেন।

এটাকে আমি দেখতে চাই অন্য ভাবে।

আল কায়দা = আল ফায়দা = আওয়ামী লীগের ফায়দা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৫

আমি হিটলার বলছি বলেছেন: সুন্দর বিশ্লেষন করেছেন ----- ধন্যবাদ B-)

পাশপাশি কমেন্টের জবাবও ভালোই দেয়েছেন------গলে গেলাম :D

আর আল কায়দা = আল ফায়দা = এটা কারো না কারো জন্য তো অবশ্যই ফয়দা ,।
এখন দেখা যাক তারা কারা । এখন পর্যন্ত খবর হোল ঐ অডিওটি আমেরিকের কোন এক জায়গা হতে আপলোড করা হয়েছিল । দেখা যাক পানি কত দূর গড়ায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.