নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

বেপথু পথিক

১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫১



আমার বাংলাদেশ-
রক্তস্নাত পবিত্র সূর্যোদয়ে শোকের অশ্রু মুছে
নৌকা ভাসিয়েছ তীব্র স্রোতের বৈরিতা ঠেলে ।
লড়েছ প্রচুর,
শ্বাপদ , কুমির কখনও ডাকাত।
অনন্ত মহামারী, মড়ক,ধ্বস
নানাবিধ প্রতিবন্ধক পথে পথে
পশ্চাতে নয়, সম্মুখগামী করেছে কেবল ।
যেমন ধনুকের পশ্চাদমুখী টান কেবলই তীব্রতা দেয়
সম্মুখগামী তীরের গতিতে।

তোমার নৌকা আজ ভরা নদীর অনুকূল বাতাসে
পাল তুলে পতপত ভেসে যায় ।
আকাশে উদার সাদা মেঘ -
নির্মল বাতাসে সুর
ঝাঁক ঝাঁক পাখি ও পাখির মতন মানুষ ।

এই উদ্ভিন্ন তরুন সকালে, হায় !
আমার বাংলাদেশ,
কোন ভুলে- ভুল করে আজ তুমি
ভেসে যাও- গন্তব্যের আগেই বিপথে ?
আত্মবিস্মৃতির আঁধার প্রদোষে
এ কোন অচিন -ভয়াল বাঁকে
আজ তুমি নিশানা লাগাও ?
========================

মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম...

দেশপ্রেমের ভাবনার গভীরতায় মুগ্ধ!

আত্মবিস্মৃতির আঁধার প্রদোষে
এ কোন অচিন -ভয়াল বাঁকে
আজ তুমি নিশানা লাগাও ?

+++++

০৮ ই মে, ২০১৮ সকাল ১১:৪১

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ । ভাবনার গভীরতায় মুগ্ধ হতেও যে ভাবনার গভীরতা লাগে -জানি আমি।

২| ১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৫

মাহথীর মোহাম্মদ রাব্বি বলেছেন: বেশ ভালো

০৮ ই মে, ২০১৮ সকাল ১১:৪৩

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ । পাঠের জন্যে। মন্তব্যের জন্যে ।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫০

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +

০৮ ই মে, ২০১৮ সকাল ১১:৪৪

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ । পাঠের ও মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করবার জন্যে ।

৪| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১১

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কাব্য ভাল লাগল।

০৮ ই মে, ২০১৮ সকাল ১১:৪৫

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ । অনুপ্রাণিত হোলাম।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।

০৮ ই মে, ২০১৮ সকাল ১১:৪৬

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।

৬| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৩:২৩

বিজন রয় বলেছেন: যাক মাঝে মাঝে আপনার লেখা পাওয়া যাচ্ছে।

অনেক ভাল লাগা রইল দেশপ্রেমে।

০৮ ই মে, ২০১৮ সকাল ১১:৪৭

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।

৭| ১০ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৪:৪৬

টিটু বলেছেন: আমি সেজুতির লেখার ভীষন একজন ভক্ত! বরাবরের মতো অনেক ভালো লাগলো! :)

০৮ ই মে, ২০১৮ সকাল ১১:৪৯

সেজুতি_শিপু বলেছেন: আপনি আমার লেখার ভক্ত জেনে ভীষন আপ্লুত হোলাম । অনুপ্রাণিত হোলাম। অনেক ধন্যবাদ ।

৮| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৫

মনিরুল ইসলাম বাবু বলেছেন: কবিতার বক্তব্য চমৎকার ।

০৮ ই মে, ২০১৮ সকাল ১১:৫০

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।

৯| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৩

খায়রুল আহসান বলেছেন: "আত্মবিস্মৃতির আঁধার প্রদোষে
এ কোন অচিন -ভয়াল বাঁকে
আজ তুমি নিশানা লাগাও?
" - কবিতার সমাপ্তিটা চমৎকার টেনেছেন!
শিরোনামটাও সুন্দর।
কবিতায় ভাল লাগা + +

০৮ ই মে, ২০১৮ সকাল ১১:৫০

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ । পাঠের জন্যে।সুন্দর মন্তব্যের জন্যে ।

১০| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:১০

আবু আফিয়া বলেছেন: সুন্দর কবিতা, ভাল লাগল, ধন্যবাদ

০৮ ই মে, ২০১৮ সকাল ১১:৫০

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ । পাঠের জন্যে। মন্তব্যের জন্যে ।

১১| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:১৯

কাইকর বলেছেন: বেশ ভালো লাগলো পড়ে। শব্দচয়ন গুলো খুব সুন্দর ও মার্জিত। মন ছুঁয়েছে। আমিও গল্পকার। সময় পেলে আমার ব্লগে ঘুরে আসবেন দাওয়াত রইল। ধন্যবাদ।

১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৫

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ। নিশ্চয়ই যাব।ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.