নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

তবু প্রত্যাশী বেলা

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৭


আমি জানি,
একটু পরেই আলোটুকু নিভে যাবে,
দিন চলে যাবে অন্যদিনের ঘরে
তবু আমি থাকি দরজার পাট খুলে,
যদি সে থমকে দাঁড়ায় মনের ভুলে !

জানি আমি ,
বেলাশেষে ফুল সৌরভ মুছে ফেলে-
পাঁপড়ির মায়া ছেড়ে দেবে অনায়াসে,
তবু আমি চাই জল ঢেলে দিতে পায়ে
যদি সে সুবাস থাকে বাতাসের গায়ে ।

আমি জানি,
তুমি ব্যস্ত এখন মেলা-
দুচোখে নবীন স্বপ্নের আনাগোনা
তবু আমি চাই, সন্ধ্যার কিছু আগে
দুচোখে পুরনো স্বপ্নরা যেন জাগে ।

জানি আমি -
আজ অমাবশ্যার ঘোর
ঘরজুড়ে শুধু কাঁদবে অন্ধকার ।
তবু আমি চাই, তোমার আকাশে চাঁদ
ধুয়ে মুছে দিক কালোর আর্তনাদ।

————

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৩

সাহিনুর বলেছেন: সুন্দর কবিতা।

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩০

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ।

২| ১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৭

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৩

সেজুতি_শিপু বলেছেন: হমম । ফন্ট এলোমেলো হয়ে গেল কীভাবে যেন । এডিট করলাম। ধন্যবাদ ।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪২

খায়রুল আহসান বলেছেন: কি জানি একটু সমস্যা হয়েছে মনে হয় কোথাও। সম্পাদনা করুন অথবা পুনরায় পোস্ট দিন।
তবে যেটুকু পাঠোদ্ধার করতে পেরেছি, ভাল লেগেছে। সম্পাদনার পর আবার পড়বো।

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪০

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ । ফন্ট সমস্যা হয়েছিল । এডিট করলাম ।

৪| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪১

সাইন বোর্ড বলেছেন: বেশ ভাল লাগল ।

১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।

৫| ১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।

৬| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৪

বিজন রয় বলেছেন: প্রথম প্লাস।

কেমন আছেন?
আপনাকে নিয়মিত দেখতে ভাল লাগছে।

কবিতাটি আমার খুব ভাল লেগেছে।
গতকাল পড়েছিলাম।

শুভকামনা রইল।

১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৪

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ । পাঠের জন্য । মন্তব্য করার জন্য। ভাল আছি । আপনি কেমন আছেন?

৭| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আজ অমাবশ্যার ঘোর
ঘরজুড়ে শুধু কাঁদবে অন্ধকার ।
তবু আমি চাই, তোমার আকাশে চাঁদ
ধুয়ে মুছে দিক কালোর আর্তনাদ।

...................................................................
ভালবাসা আকাশের তারা হয়ে
কখনো সখনো হারায় বটে,
প্রিয়ার টানে অতি সর্ন্তপনে
ছুটে আসে রাতের গভীরতায় !
..................................................................................
কবিতায় ++

১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৬

সেজুতি_শিপু বলেছেন: অশেষ ধন্যবাদ । অনুপ্রাণিত হলাম । শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.