নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

সুখের জন্যে

৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২২



সুখের জন্যে ,
একটি শান্ত নদী চেয়েছিলাম ।
এবেলা -ওবেলা জোয়ার- ভাঁটায়
চলবে ফিরবে পোষ মেনে নেওয়া স্রোত ।
আমি সে নদীতে কখনও কোন
প্লাবন প্রত্যাশা করিনি ।

সুখের জন্যে-
পাহাড় চূডায় একটি ঘর চেয়েছিলাম
কেটে কেটে সাতশ সাতটি সিঁড়ির শেষ ধাপে।
বিশুদ্ধ বাতাস ছাড়া আর কারো প্রবেশ নিষেধ
সেখানে, অকষ্মাৎ মেঘ এসে বিঘ্ন ঘটালে
পেড়ে ফেলবার ব্যবস্থা রাখা হবে ।

সুখের জন্যে-
উজ্জ্বলতম শহরের প্রান্তে
নিরুপদ্রব প্রাচীর ঘেরা একটি অট্টালিকা
বানিয়ে নিতে চেয়েছিলাম, সমুদয় নাগরিক
সুবিধাসমূহ গমগম করবে সেখানে ।
কেবল ধুলো, ভিক্ষুক , জঞ্জাল ,
মানুষ কিংবা কোলাহল,
প্রতিরোধের মুখে ফিরে যাবে।

আমি সুখ চাই বলে,
চতুর্দিক খুঁজে খুঁজে কিনে এনেছিলাম
সাতশ সাতটি বিমূর্ত সাদা পায়রা।
সাজিয়েছিলাম কোনে কোনে-
যেন চোখ মেললেই দেখা যায়
উপদ্রবহীন সুখের ছড়াছড়ি।

আমি সুখ চাই বলে,
পথ খুঁজে খুঁজে পৌঁছাতে চেয়েছিলাম তীর্থে ।
ফুল-পাতা আর পবিত্র চন্দন গন্ধ মেখে
ধ্যানস্থ হতে চেয়েছিলাম-
যেখানে মুখে বরাভয় হাসি নিয়ে
অষ্টপ্রহর অস্ত্র হাতে রক্ষাকর্তা হয়ে-
দাঁড়িয়ে আছেন দেবতা ।

একদিন মধ্যরাতে অন্তর্গত ঝড় নেমে এলে
বুকের বাঁ-পাশের দরজাটা
দমকা হাওয়ায় খুলে যেতে দেখি, ভিতরে
দুকূল প্লাবিত নদীর স্রোতে ভেসে যাচ্ছে-পাহাড়,
পাহাড়ের উজ্জ্বলতম সবগুলো পথ
মানুষের তীর্থে গিয়ে মিশেছে ।
কোথাও কোন প্রাচীর নেই -
রাশি রাশি সুখের মত
সাদা পায়রা মূর্ত হয়ে উড়ে বেড়াচ্ছে।

এরপর থেকে আর কোথাও যাইনা আমি -
সুখের জন্যে -
পাহাড় , নদী কিংবা দেবালয়
দুহাতে জড়ো করিনা কিছুই ,
কেবল, হঠাৎ খুলে যাওয়া
দরজাটা আমি হাট করে খোলাই রেখেছি ।

========================

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩২

সেলিম আনোয়ার বলেছেন: বেশ বেশ ।

দরজা খোলা থাকুক প্রত্যাশা পূরণ হোক ।

৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৫

সেজুতি_শিপু বলেছেন: অশেষ ধন্যবাদ । প্রথম মন্তব্যের জন্য । শুভকামনা।

২| ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৩

অরুপম বলেছেন: ”কেবল,হঠাৎ খুলে যাওয়া
দরজাটা আমি হাট করে খোলাই রাখি।”
চমৎকার লেখনী।

৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৫

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।

৩| ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর হয়েছে +++

৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ।

৪| ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১০

রাজীব নুর বলেছেন: সুখের জন্য দরজা খুলে রেখে লাভ নাই।
সুখ নিজেকেই তৈরি করে নিতে হয়।

৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

সেজুতি_শিপু বলেছেন: ঠিক বলেছেন। তবে আরেকটু খেয়াল করলে হয়তো দেখতেন কোন দরজাটা খোলা রাখা হোলো। অনেক ধন্যবাদ ।

৫| ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

আখেনাটেন বলেছেন: অসাধারণ। অনেক দিন পর একটি কবিতা পড়ে সুখানুভূতি অনুভব করলাম।

আমাদের সকলের দরজায় যদি আমরা এভাবে হাট করে খুলে রাখতে পারতুম।

চমৎকার কবিতাটি পাঠের সুযোগ করে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ।

৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫২

সেজুতি_শিপু বলেছেন: চমৎকার মন্তব্যের জন্যে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।

৬| ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

মাহমুদুর রহমান বলেছেন: খাটনির মধ্যে সুখ মেলে।

৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৩

সেজুতি_শিপু বলেছেন: হমম। ধন্যবাদ।

৭| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১৮

হিমু কবি বলেছেন: দরজাটা সবসময় খোলা রাখুন, সুখ এসে অচিরেই দেখা দিবে। চমৎকার লিখেছেন।

৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৪

সেজুতি_শিপু বলেছেন: চমৎকার মন্তব্যের জন্যে ধন্যবাদ আপনাকে । ভালো থাকুন।

৮| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৫৮

কিরমানী লিটন বলেছেন: নান্দনিক ভালোলাগার কবিতা ++++++

৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৫

সেজুতি_শিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।

৯| ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯

সুনীল সমুদ্র বলেছেন: "একদিন মধ্যরাতে অন্তর্গত ঝড় নেমে এলে/ বুকের বাঁ-পাশের দরজাটা দমকা হাওয়ায় খুলে যেতে দেখি" .... এবং তারপর যেটি হলো কিংবা যেটি হয় অহরহ ..... "এরপর থেকে আর কোথাও যাইনা আমি -/ সুখের জন্যে -/ পাহাড় , নদী কিংবা দেবালয়/ দুহাতে জড়ো করিনা কিছুই...." ।

জীবনের এরকম পরম সত্য, উপলব্ধির যূথবদ্ধ শব্দের মনোরম গাঁথুনীতে, অনুপম এক কবিতা হয়ে, হৃদয় স্পর্শ করে ফেলে সহজেই .. !
ভালো থাকুন কবি । জীবনের পরম সত্যগুলো- এভাবেই উঠে আসুক কবিতায়- অনুপম আলোড়নের অনন্য কথামালায় !

১২ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

সেজুতি_শিপু বলেছেন: অনেকদিন পর ব্লগে প্রিয় একজন কবি আমার লেখা পড়লেন ও মন্তব্য করলেন! একজন সংবেদনশীল কবির উপলব্ধি, মন্তব্য ঠিক যেমন হবার কথা- ।
অনেক অনেক ধন্যবাদ কবি চমত্কার অণুপ্রেরনাদায়ক মন্তব্যের জন্যে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.