নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট একটি প্রশ্ন

০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৯



ছোট্ট একটি প্রশ্ন আমার মনের মধ্যে ঘোরে,
'নির্বাচিত কলামে পোস্ট ঢুকছে কেমন করে ?
প্রতিদিনই কত কত লেখা ভাসে নির্বাচিত পোস্টে
একটি আমার লেখাও নেই- ভাবছি মনোকষ্টে।
কবতে লেখা ব্রাত্য না কি - লেখক আমি ব্রাত্য-
কবতে লেখা বাদ দিয়ে কি লিখব কারো মাহাত্ম্য?
..............................

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৬

রানার ব্লগ বলেছেন: লোক জন ধরে ধরে আপনার ব্লগ পড়ান আর লাইক দেন ব্যাস মার দিয়া কেল্লা।

০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০১

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ! ভালো বুদ্ধি । কিন্তু "লোকজনকে ধরে ধরে" আমার ব্লগ পড়ানো আর "লাইক" দেওয়ানো কীভাবে যায়? তারচে' আরো ৯ বছর অপেক্ষা সহজ।

২| ০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঘুরে হবে কথাটা

ইনশাআল্লাহ আপনার লেখাও যাবে আপি

আমার লেখাও যায় না
ছবি ব্লগ যায় মাঝে মাঝে

০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৭

সেজুতি_শিপু বলেছেন: তাই? আপনার লেখাও যায়না ? যাক শান্তনা পেলাম । ঠিক আছে অপেক্ষা করি , চেষ্টা আর আক্ষেপ চলতে থাকুক ।
আর ওখানে 'ঘোরে' কথাটা ঠিক আছে আপু। আমি মরছি ঘুরে - কিন্তু সে ঠিকই ঘোরে - পৃথিবী ঘোরে - এখনও কিন্তু ঘুরছে । একটু খুঁজে দেখুন।
অনেক ধন্যবাদ । শুভকামনা ।

৩| ০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫৮

সেজুতি_শিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

৪| ০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৪

নার্গিস জামান বলেছেন: হা হা হা
সুন্দর :)

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫৯

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ । :D

৫| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৫

নীল আকাশ বলেছেন: আজ থেকে বহু বছর আগে আমারও এটা মনে জেগেছিল।
আমার হিট হওয়া পোস্ট গুলিও আসতো না আগে।
পড়ে আসুন, ধারণা পেয়ে যাবেন।
নির্বাচিত পোষ্ট হবার জন্য কি কি প্রয়োজন?
আর কাউকেই জিজ্ঞেস করতে হবে না।

০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৯

সেজুতি_শিপু বলেছেন: :D ধন্যবাদ ।

৬| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:১৪

আমি তুমি আমরা বলেছেন: যদ্দূর জানি, ব্লগ মডারেটরের ভাল লাগলেই পোস্ট নির্বাচিত পাতায় যায়। তবে ভাল পোস্ট হলে আর তাতে ভাল সংখ্যক ব্লগারের ইন্টারেকশান হলে পোস্ট আলোচিতও হতে পারে।

১৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩১

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ । জানলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.